১৫ বাংলাদেশি আটক, গন্তব্য ছিল অস্ট্রেলিয়া

ইন্দোনেশিয়ার রোট দ্বীপে আটক বাংলাদেশিরা। ছবি: সংগৃহীত।
ইন্দোনেশিয়ার রোট দ্বীপে আটক বাংলাদেশিরা। ছবি: সংগৃহীত।

ইন্দোনেশিয়ার সর্ব দক্ষিণের রোট দ্বীপের সৈকত থেকে ১৫ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে, যারা অস্ট্রেলিয়ায় ক্রিসমাস দ্বীপে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিলেন বলে অভিযোগ।   

ওই বাংলাদেশিরা জানিয়েছেন, একটি জাহাজে তাদেরকে ১৫ দিন আটকে রাখার পর ইন্দোনেশিয়ায় ফেরত পাঠায় অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স (এবিএফ)।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসিতে প্রকাশিত প্রতিবেদনে ইন্দোনেশীয় পুলিশকে উদ্ধৃত করে বলা হয়, আটক হওয়াদের বাইরে আরও অন্তত ২৬ জন রয়েছেন যাদের হদিস এখনও পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ার রোট দ্বীপের পুলিশ প্রধান মার্দিয়োনো জানিয়েছেন, একজন স্থানীয় অধিবাসী ওই দলটিকে সৈকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

“পুলিশের কাছে তারা দাবি করেছে, কয়েকজন ইন্দোনেশীয়র সহায়তায় তারা ক্রিসমাস আইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে মাঝ পথে তাদের আটক করা হয়। পরে অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের রোট দ্বীপে নামিয়ে দিয়ে চলে যায়।”

আটককৃতরা জানিয়েছে, ডিসেম্বরের শুরুতে মালয়েশিয়া থেকে জাকার্তায় এসেছিল তারা। পশ্চিম জাভা থেকে মাছ ধরার নৌকায় করে ক্রিসমাস দ্বীপে যাওয়ার পরিকল্পনা ছিলো তাদের।

গত ৩ ডিসেম্বর অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ তাদের আটক করে, যেদিন স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জাকার্তায় অন্যান্য বিষয়ের মধ্যে মানব পাচারের বিষয়ে আলোচনায় বৈঠক করছিলেন।

আটক হওয়া বাংলাদেশিদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে এবিসি নিউজ।

এ বিষয়ে এবিএফের একজন মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, “অস্ট্রেলীয় বর্ডার ফোর্স অপারেশনাল বিষয়ে নিশ্চিত বা মন্তব্য করে না।”

চলতি বছরে রোট দ্বীপ ব্যবহার করে অস্ট্রেলিয়ায় অনুপ্রবেশের ষষ্ঠ ঘটনা এটি।

নৌকায় করে অস্ট্রেলিয়ায় অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন সময় আটক হওয়াদের মধ্যে বাংলাদেশি, মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়  এবং চীনের নাগরিকদেরই বেশি দেখা গেছে।

আরও পড়ুন