কথা রাখতে পারলেন না ইতালি প্রবাসী যুবক!

মল্লিক জাকির
মল্লিক জাকির

বাবা-মাকে কথা দিয়েছিলেন একবার ইউরোপে যেতে পারলে সংসারে আর অনটন থাকবে না, অভাব ঘুচবে। কথা রাখতে পারলেন না ইতালি প্রবাসী ত্রিশ বছরের যুবক। সাগর পাড়ি দেওয়ার পর এবার ওপারেই পাড়ি জমালেন।

গত ৮ ডিসেম্বর হঠাৎ করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ইতালির মিলানের অধিবাসী মল্লিক জাকির আহমদ।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ২০২২ সালের ১৭ অক্টোবর ইনাতনগরের মল্লিক রফু মিয়ার বড় ছেলে মল্লিক জাকির আহমদ ৮ লাখ টাকার চুক্তিতে প্রথমে লিবিয়া যান।

সেখান থেকে ইউরোপের ইতালিতে পৌঁছে দেওয়ার কথা থাকলে দালাল চক্র নেয় আরও ১২ লাখ টাকা।

২০২৩ সালের মাঝামাঝিতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছান জাকির। এর পর থেকে ইতালির মিলান শহরে বসবাস করেছিলেন তিনি।

জাকিরের বাড়ি জগন্নাথপুর উপজেলার পৌরসভার ইনাতনগর গ্রামে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

ইতালি থেকে মরদেহ বাংলাদেশে পৌঁছালে সোমবার জানাজা শেষে তাকে সমাহিত করা হয়।

মল্লিক জাকিরের বাবা মল্লিক রফু মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের পরিবারের বড় ছেলে সে। সংসারের অভাব দূর করতে জায়গা জমি বিক্রি করে ২০ লাখ টাকা খরচ করে লিবিয়া হয়ে ইতালিতে গিয়ে কাজ করছিল। আকস্মিক মৃত্যুতে আমার সব শেষ হয়ে গেল।”

আরও পড়ুন