ভিসা প্রক্রিয়া সহজ করার প্রস্তাব দিয়েছে অস্ট্রেলিয়ায়। এখন এক বছরের অভিজ্ঞতা থাকলেই অন্যান্য শর্ত পূরণ করে আবেদন করা যাবে কাজের ভিসার জন্য।
দেশটির অভিবাসন বিভাগের প্রস্তাবে, স্থায়ী বসবাসের পূর্ব শর্তেও পরিবর্তন আসার আভাস মিলেছে।
বর্তমানে এই ক্যাটাগরিতে ভিসার জন্য সর্বশেষ পাঁচ বছরের মধ্যে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকার বাধ্যবাধকতা রয়েছে। প্রস্তাবিত বিধানে সহজে পেশা পরিবর্তনের সুবিধা রাখার কথাও ভাবা হচ্ছে।
শুধু তাই নয়, খণ্ডকালীন কাজকে অভিজ্ঞতা পূরণের সময়কাল বিবেচনায় গণনা করা হবে।
আবেদন করার যোগ্যতা শিথিল করা হলেও স্থানীয় কোনো প্রতিষ্ঠান থেকে চাকরির চুক্তিপত্র সংগ্রহ করতে হবে সর্বপ্রথম। আর প্রতিষ্ঠানের ’স্পন্সর’ পেলেই কেবল আবেদন করা সম্ভব।
কাজের ভিসায় আসা নতুন সুবিধাগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারবেন দেশটিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা। বিশেষকরে, যারা খণ্ডকালীন চাকরি করে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তারাই এর সুফল পাবেন সবচেয়ে বেশি।