ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের সঙ্গে সংঘাতে হতাহত সামরিক ও বেসামরিক ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ভারতের “বিনা উসকানিতে হামলার” বিরুদ্ধে পাকিস্তানকে সুরক্ষা দিতে অন্তত ১১ সেনা নিহত ও ৭৮ সেনা আহত হয়েছেন। পাশাপাশি, ভারতীয় আগ্রাসনে ১৫ শিশু ও সাত নারীসহ মোট ৪০ জন বেসামরিক মানুষ নিহত ও ১২১ জন আহত হয়েছেন।’
বিবৃতিতে নিহত সেনা সদস্যদের নামও প্রকাশ করেছে পাকিস্তান।
পেহেলগামে হামলার জের ধরে ৬-৭ মে রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান পরিচালনা করে ভারত। এরপর উভয় পক্ষের মধ্যে ক্ষেপণাস্ত্র বিনিময় হয়, যা চলে সপ্তাহব্যাপী। শেষমেশ যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে দুইপক্ষ অস্ত্র বিরতিতে সম্মত হয়।