মালদ্বীপে নারীসহ ৪ বাংলাদেশি আটক

Bangladeshi Arrested

মালদ্বীপে পতিতাবৃত্তির সাথে জড়িত থাকার অভিযোগে চার বাংলাদেশিসহ ৭ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এরমধ্যে দুই নারীকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

মালদ্বীপে পতিতাবৃত্তির সাথে জড়িত অভিবাসীদের সনাক্ত ও আটক করতে পুলিশ সার্ভিসের সহযোগিতায় অভিযান চালাচ্ছে মালদ্বীপ ইমিগ্রেশন।

গত ৫ জানুয়ারি ওই অভিযানে সাত প্রবাসীকে আটক করা হয়। এরমধ্যে মধ্যে এক নারীসহ চার বাংলাদেশি রয়েছেন। এছাড়া নারীসহ দু’জন রাশিয়া ও একজন উগান্ডার নাগরিক।

মালদ্বীপ ইমিগ্রেশন স্থানীয় গণমাধ্যমে জানায়, আটকদের বিষয়ে বিস্তারিত তদন্ত করার পর দুই নারীকে স্থায়ীভাবে নির্বাসিত করা হয়েছে। বাকি পাঁচজনকে নির্বাসনের প্রক্রিয়া চলছে।

আটক হওয়া চার বাংলাদেশিরা হলেন- তাপসী আক্তার প্রিয়া (১৯), মো. সানজিদ হোসেন (২৮), শাহীন (৩১) এবং আবেদ আলী (৪৩)। এরমধ্যে তাপসী আক্তার প্রিয়াকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু’র প্রশাসন মালদ্বীপে অবৈধ অভিবাসনের দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানে উল্লেখযোগ্য প্রচেষ্টা চালাচ্ছে। বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অভিবাসন বিভাগ ৫০০০ হাজার অভিবাসী অপরাধীকে বিতাড়িত করেছে।

আরও পড়ুন