সুর্নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ এবং সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন অস্ট্রেলিয়ার ৪১ জন সিনেটর ও সংসদ সদস্য।
একইসঙ্গে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের জন্য বিচার নিশ্চিত করা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ভেঙে দেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।
বুধবার ২১ মে তারিখে ইমেইলে পাঠানো ওই চিঠির একটি অনুলিপি দ্য সান ২৪ এর হাতে এসেছে।
মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, “আমরা, স্বাক্ষরকারী অস্ট্রেলীয় সিনেটর ও এমপি হিসেবে, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি আমাদের সমর্থন জানাচ্ছি। আমরা চাই আপনি অবিলম্বে একটি সুর্নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন; জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য বিচার নিশ্চিত করবেন এবং র্যাবের দ্বারা ক্ষতিগ্রস্তদের জন্য সুবিচার নিশ্চিত করবেন।”
গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষা এবং শাসনব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা পুনর্গঠনে অন্তর্বর্তীকালীন প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

নির্বাচনের দিনক্ষণ ঘোষণার তাগিদ দিয়ে এতে বলা হয়, “বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা নির্ভর করছে একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনী প্রক্রিয়ার ওপর। যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে তদারকিপূর্ণ নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করুন।”
চিঠিতে আরও বলা হয়েছে, “অস্ট্রেলিয়ান-বাংলাদেশি কমিউনিটি আশা করছে যে, এটি এই বছরের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”
নির্বাহী ক্ষমতার অপব্যবহার ও দমন-পীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয় চিঠিতে।
র্যাব বিলুপ্ত করার দাবি জানিয়ে এতে বলা হয়, “র্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত, যার মধ্যে রয়েছে বিচারবহির্ভূত হত্যা, গুম ও নির্যাতন।”