ঢাকা ফিরলেন আরও ৪৭ লেবানন প্রবাসী

Lebanon Bangladeshi

যুদ্ধবিধস্ত লেবানন থেকে আরও ৪৭ প্রবাসী দেশে ফিরেছেন। শুক্রবার সোয়া ৯টায় তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ফেরত আসা প্রবাসীদের প্রত্যেকেকে আইওএমের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিক্যাল চিকিৎসার ব্যবস্থা করা হয়।

লেবাননে এখন পর্যন্ত একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবারের ৪৭ জনসহ এ পর্যন্ত ১ হাজার ২৪৬ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।

আরও পড়ুন