ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরে সুখবর পেলেন শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ ও তানজিম হাসান।
টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশে বড় অবদান রেখে আইসিসির র্যাঙ্কিং ও রেটিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের পাঁচ বোলার। দুই ক্ষেত্রেই তাদের নতুন অবস্থান ক্যারিয়ার সেরা।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথমবার সেরা দশে জায়গা করে নিয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি। তার পেছনেই আছেন অভিজ্ঞ পেসার তাসকিন। সেরা পঁচিশে জায়গা করে নিয়েছেন লেগ স্পিনার রিশাদ ও পেসার হাসান। উন্নতি করেছেন পেসার তানজিমও।
আইসিসি বুধবার ছেলেদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। সেখানেই বাংলাদেশের বোলারদের উন্নতির এই চিত্র পাওয়া গেছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন বলে মেহেদি ছিলেন দুর্দান্ত। পাওয়ার প্লেতে বোলিং করেও ওভার প্রতি দিয়েছেন কেবল ৪.১৮ রান। ৫.৭৫ গড়ে ৮ উইকেট নিয়ে জেতেন সিরিজ সেরার পুরস্কার। এই পারফরম্যান্সের বোলারদের তালিকায় ১৩ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন মেহেদি। তার রেটিং পয়েন্ট ৬৩৬।
তিন ম্যাচেই নিজের প্রথম ওভারে উইকেট নেওয়া তাসকিন ভালো করেছেন ডেথ ওভারেও। ওভার প্রতি সাতের কম রান দিয়ে ৭ উইকেট নেওয়া পেসারও মেহেদির মতো এগিয়েছেন ১৩ ধাপ। ৬৩০ রেটিং নিয়ে তিনি উঠে এসেছেন ১১ নম্বরে।
ওভার প্রতি ছয়ের কম রান দিয়ে ৬ উইকেট নেন লেগ স্পিনার রিশাদ। তিনি ২১ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ১৭ নম্বরে। তার রেটিং ৬২১।
ওভার প্রতি পাঁচের সামান্য বেশি রান দিয়ে ৪ উইকেট নেওয়া হাসান এগিয়েছেন ২৩ ধাপ। ৫৯৭ রেটিং নিয়ে তিনি উঠে এসেছেন ২৪ নম্বরে।
তরুণ পেসার তানজিম এগিয়েছেন ১৬ ধাপ। ৫১৭ রেটিং নিয়ে স্কটল্যান্ডের মার্ক ওয়াটের সঙ্গে যৌথভাবে ৪৫ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি।
ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে না যাওয়া মুস্তাফিজুর রহমান সাত ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৬ নম্বরে। সিরিজের মধ্যেই শীর্ষে জায়গা করে নেওয়া ক্যারিবিয়ান স্পিনার আকিল হোসেন ধরে রেখেছেন জায়গা।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও এগিয়েছেন মেহেদি। ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩০ নম্বরে। বোলারদের মতো এই তালিকায়ও বাংলাদেশিদের মধ্যে তিনিই সবার ওপরে। এই তালিকার এক নম্বরে ভারতের হার্দিক পান্ডিয়া।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সেরা ত্রিশে নেই বাংলাদেশের কেউ। শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।