গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে বেশ বড় দলই দিলেন বাংলাদেশের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। সেখানে হামজা চৌধুরির সঙ্গে ডাক পেলেন আরও পাঁচ নতুন মুখ।
ভারতের বিপক্ষে এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ের ম্যাচের জন্য রোববার ৩৮ সদস্যের দল দিয়েছেন কাবরেরা।
লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজার ডাক পাওয়া অনুমতিই ছিল। অন্য পাঁচ নতুন হলেন- গোলরক্ষক সাকিব আল হাসান, ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত, মিডফিল্ডার ফাহামেদুল ইসলাম এবং দুই ফরোয়ার্ড আরিফ হোসেন ও আল আমিন।
ভারত ম্যাচের আগে কবে নাগাদ হামজা ক্যাম্পে যোগ দিতে পারবেন তা এখনও নিশ্চিত নয়। তবে অন্তত কিছু দিন ক্যাম্পে পাওয়ার আশা নিয়েই তাকে ডেকেছেন কাবরেরা।
অস্ত্রোপচারের পর আপাতত মাঠের বাইরে থাকায় স্বাভাবিকভাবেই নেই বিশ্বনাথ ঘোষ। চলতি মৌসুমে অভিজ্ঞ এই ডিফেন্ডারের মাঠে নামা নিয়ে আছে প্রবল শঙ্কা।
চুক্তি সংক্রান্ত জটিলতায় লিগের প্রথম পর্বে খেলতে না ডিফেন্সিভ মিডফিল্ডার জামাল ভূঁইয়া আছেন দলে। দ্বিতীয় পর্বে বাংলাদেশ অধিনায়কের খেলার কথা ব্রাদার্স ইউনিয়নের হয়ে।
আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হবে লিগের দ্বিতীয় পর্ব। দুয়েক রাউন্ড শেষে ভারতের বিপক্ষে ম্যাচের ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। ম্যাচ হবে আগামী ২৫ মার্চ, শিলংয়ে।
বাংলাদেশ প্রাথমিক দল:
মিতুল মারমা, সুজন হোসেন, আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান, মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, কাজী তারিক রায়হান, তপু বর্মন, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, জাহিদ হাসান শান্ত, মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূইয়া, হামজা চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, রাব্বি হোসেন রাহুল, রফিকুল ইসলাম, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা, ফাহামেদুল ইসলাম।