স্পেনে অনুপ্রবেশের সময় নৌকাডুবিতে নিখোঁজ ৫০

প্রতীকী
প্রতীকী

সাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যারারি দ্বীপপুঞ্জে অনুপ্রবেশের সময় নৌকাডুবিতে নিখোঁজ ৫০ জনের মধ্যে বেশিরভাগ পাকিস্তানি বলে জানিয়েছে অভিবাসী অধিকার সংস্থা ওয়ার্কিং বর্ডার্স।

রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে আরও জানিয়েছে, বুধবার মরক্কো কর্তৃপক্ষ নৌকা থেকে ৩৬ জনকে উদ্ধার করেছে, যে নৌকায় ৬৬ জন পাকিস্তানিসহ ৮৬ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন।

পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়া থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে ঢোকার সময় নৌকাডুবির ওই ঘটনা ঘটে।  

ওয়াকিং বর্ডার্সের সিইও হেলেনা ম্যালেনো এক্স হ্যান্ডলে এক পোস্টে বলেন, ডুবে যাওয়াদের মধ্যে ৪৪ জন পাকিস্তানের নাগরিক বলে তারা জানতে পেরেছেন।

“স্পেনে ঢোকার জন্য ১৩ দিন ধরে তারা সাগরে ভাসছিলেন, তাদের উদ্ধারে কেউ এগিয়ে আসেনি,” যোগ করেন তিনি।

এদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ এক পোস্টে জানিয়েছে, বেঁচে যাওয়া বেশ কয়েকজনকে এরই মধ্যে দাখলা বন্দরের কাছে একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

এই হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন স্পেনের ক্যানারি দ্বীপের মেম্বার প্রেসিডেন্ট ফার্নান্দো ক্লাভিও৷

স্পেন সরকার এবং ইউরোপকে এমন ঘটনা যেন আর না ঘটে সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি৷

আটলান্টিক সাগরের এই পথ ধরে আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকেরা ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে থাকেন। ছোট ছোট নৌকায় ঝুঁকিপূর্ণ এমন যাত্রাপথে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।

ওয়াকিং বর্ডারস-এর তথ্যমতে, ২০২৪ সালে ইউরোপের দেশ স্পেনে পৌঁছানোর উদ্দেশে আটলান্টিক পাড়ি দেওয়ার পথে ১০ হাজার ৪৫৭ জন নিহত বা নিখোঁজ হয়েছেন৷ 

আরও পড়ুন