সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

ফাইল ছবি।
ফাইল ছবি।

সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক খুদে বার্তায় এ কথা জানিয়েছে।

শনিবার আইএসপিআর জানায়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘের ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ চলমান রয়েছে।

জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা অভিযানে এখন পর্যন্ত বাংলাদেশের মোট ১৬৮ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ২৫৭ জন।

নতুন করে ৬ জনের মৃত্যু নিয়ে এ সংখ্যা দাঁড়াল ১৭৪ জনে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সুদানের কোরদোফান এলাকায় জাতিসংঘের ভবনে হামলা হয়েছে। হামলায় ছয়জন নিহত হয়েছেন। তবে তাদের জাতীয়তা উল্লেখ করেনি তারা।

এদিকে, এই হামলার নিন্দা জানিয়েছে সুদানের সরকার। হামলার জন্য সরকারবিরোধী আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করা করে বিবৃতি এসেছে সরকারের পক্ষ থেকে।

আফ্রিকার দেশটিতে গত দুই বছর ধরে সরকারের সঙ্গে র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ ) নামে একটি সশস্ত্র গোষ্ঠীর লড়াই চলছে। দেশটির বিভিন্ন অংশে প্রায়ই সশস্ত্র হামলা ও পাল্টা হামলায় হতাহতের খবর আসছে।

ড্রোন দিয়ে জাতিসংঘের ওই ভবনে হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ads