সেই জাঙ্গালিয়ায় এবার বাস-মাইক্রো সংঘর্ষে প্রাণ গেল ১০ জনের

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। ছবি: সংগৃহীত
বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়ার সেই একই স্থানে আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার ঈদের দিন সকালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জনের প্রাণহানির ৪৮ ঘণ্টা পর একই স্থানে বুধবার সকালে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেছে ১০ জনের।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের বরাত দিয়ে বুধবার সমকালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার সকাল ৭টার দিকে হওয়া দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী মতিন মিয়াকে উদ্বৃত করে সমকালের প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামমুখী বাসের চালক নিয়ন্ত্রণ হারানোর পর যখন বাসটি থামানোর চেষ্টা করছিলেন। ঠিক সেই সময়ে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ৭ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ৫ জন।

পরে খবর পেয়ে পুলিশ ও লোহাগাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে একজন লোহগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও দুজনের।

এর আগে গত সোমবার ঈদের দিন একই স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় ৫ জন। স্থানীয়রা বলছেন, লবণবাহী গাড়ি থেকে পানি পড়ে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় বিভিন্ন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে বারবার দুর্ঘটনার কবলে পড়ছে। মঙ্গলবারও সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রাণহানি না হলেও আহত হয় ৮ জন।

আরও পড়ুন