বিএসএফের গুলিতে ৭ জঙ্গি নিহত, পাকিস্তানি সীমান্তঘাঁটিও ধ্বংস

bsf

জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে ঢোকার সময় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাত জঙ্গি নিহত হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানের সীমান্তরক্ষীদের একটি ঘাঁটিও।

শুক্রবার এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। বিএসএফের পক্ষ থেকে ওই সময়ের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

ওই ভিডিওতে দেখে গেছে ঘন জঙ্গলের ছবি। নিস্তব্ধতার মধ্যে একের পর এক গুলি চলেছে।

বিএসএফ জানিয়েছে, ৮ এবং ৯ মে মধ্যবর্তী রাতে সাম্বা সেক্টর দিয়ে জঙ্গিদের একটি বড় দল অনুপ্রবেশের চেষ্টা করে। নিরাপত্তাবাহিনীর নজরদারিতে তা ধরা পড়ে যায়।

পিটিআইকে বিএসএফের এক মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানি রেঞ্জার্স ঘাঁটি থেকে এই অনুপ্রবেশের চেষ্টাকে সাহায্য করা হচ্ছিল। অনবরত সেখান থেকে গুলি চালানো হচ্ছিল, যাতে ওই জঙ্গিরা উল্টো দিক থেকে কোনও বাধার সম্মুখীন না হয়। পাকিস্তানি রেঞ্জার্সের ধনধর পোস্টটিও বিএসএফের প্রত্যাঘাতে ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করা হয়।

আন্তর্জাতিক সীমান্ত বরাবর উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সতর্ক আছে বিএসএফ, ভারতীয় সেনা এবং স্থানীয় পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবর, বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, রাজস্থানের সীমান্ত লাগোয়া এলাকায় হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। সীমান্তের ও পার থেকে একের পর এক রকেট উড়ে আসে। যদিও ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলি ধ্বংস করে দিয়েছে। জম্মু, জৈসলমের, চণ্ডীগড়, অমৃতসর-সহ বহু শহরে ‘ব্ল্যাকআউট’ ছিল। শোনা গেছে সাইরেনের শব্দ।

পাকিস্তানি হামলার কথা জানায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও। ড্রোন এবং অন্যান্য মাধ্যমে ভারতে হামলার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান।

নিয়ন্ত্রণরেখা গত কয়েক দিন ধরেই উত্তপ্ত। প্রতি রাতে সেখানে গোলাগুলি চালাচ্ছে পাকিস্তানি সেনা। পাল্টা জবাব দিচ্ছে ভারতও।

আরও পড়ুন

সর্বশেষ

ads