মালয়েশিয়ায় ভিসার মেয়াদের অতিরিক্ত সময় ধরে অবস্থান এবং বৈধ ভ্রমণ নথি না থাকায় ৭১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।
রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া মিয়ানমার, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, মিসর এবং সুদানের আরও ১০৫ নাগরিককেও আটক করা হয়েছে।
ফ্রি মালয়েশিয়া টু ডে কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান সাউপি ওয়ান ইউসুফকে উদ্ধৃত করে জানিয়েছে, মালয়েশিয়ায় অতিরিক্ত সময় ধরে অবস্থান এবং বৈধ ভ্রমণ নথি না থাকার জন্য তাদের বিষয়ে তদন্ত হচ্ছে।
ওয়ান সাউপি বলেন, বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে অভিযান শুরু হয়েছিল।
আটকদের মধ্যে ৭১ জন বাংলাদেশি, মায়ানমারের ৬০, ইন্দোনেশিয়ার ২৪, নেপালের ১৬, পাকিস্তানের ৩, মিসর ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।
১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি) এবং ধারা ১৫(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(বি) ধারার অধীনে বৈধ কাগজপত্র না থাকা এবং দেশে অতিরিক্ত সময় অবস্থানে তাদের আটক করা হয় বলে জানান কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক
আটকের পর তাদের কুয়ালালামপুর ইমিগ্রেশনের সদরদপ্তরে নেওয়া হয়েছে।