জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনেতা আজিজুর রহমান আজাদ নিজ বাড়িতে গুলিতে আহত হয়েছেন।
উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আজাদের মা ও স্ত্রীও আহত হয়েছেন।
আজাদের নিকটাত্মীয় ও চলচ্চিত্র পরিচালক তপু খান জানান, রোববার ভোরে ঢাকার অদূরে আশুলিয়ার জিরাবোতে আজাদের বাড়িতে হানা দেয় ডাকাতদল। ডাকাতের উপস্থিতি টের পেলে ধস্তাধস্তি হয়। এরপর আজাদকে উদ্দেশ্য করে গুলি করে ডাকাতেরা। এ সময় আজাদের পায়ে তিনটি গুলি লাগে।

ডাকাতরা রান্নাঘরে থাকা একটি করাই দিয়ে আজাদের মা এবং স্ত্রীকেও আঘাত করে। তাদের দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০১৬ সালে তপু খানের ‘প্রাক্তন’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে পথচলা শুরু আজাদের। ‘হোটেল রিলাক্স’, ‘ফিমেল’, ‘ব্যাচেলর পয়েন্ট’সহ দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘লিডার আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন আজাদ। চরিত্রাভিনেতা হিসেবে বিভিন্ন নাটকে দেখা যায় অভিনেতা আজাদকে।