খোলা আঁচলে সাহসী জয়া

জয়া আহসান
জয়া আহসান

বয়সকে হার মানিয়েছেন বহু আগেই। দেহ সৌষ্ঠব ধরে রেখে রীতিমতো ঈর্ষণীয় এ যুগের নায়িকাদের কাছেও। বুঝতে বাকি নেই ইনি জয়া আহসান, এপার ও ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় এমনিতে মাঝে মধ্যেই ছবি ও ব্যক্তিগত মুহূর্তগুলো শেয়ার করে থাকেন তিনি। সম্প্রতি বেশ কিছু ছবি পোস্ট করে ফের যেন ঝড় তুললেন। 

হলুদ জারদৌসি  ব্লাউজ, সঙ্গে বেগুনি শাড়ি। আঁচল নামানো বুকের ওপর থেকে, উন্মুক্ত বক্ষের জয়ার সৌন্দর্য এড়িয়ে যাওয়ার উপায় নেই। আর হলদে চুড়ি, গয়না, মাথায় টায়রা ও নাকে নোলক অভিনেত্রীকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

অন্তর্জালেও প্রশংসায় ভাসছেন জয়ার নতুন এই স্থিরচিত্র প্রকাশের পর।

ছবিগুলো পোস্ট করে তিনি লিখেছেন, পুরোনো চিত্রকর্ম এই সময়ের ধাঁচে ফুটিয়ে তুলেছেন তিনি। তবে যার চিত্রকর্ম থেকে অনুপ্রেরণা পেয়েছেন, সেই বিখ্যাত ভারতীয় চিত্রকর রাজা রবি বার্মার প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলে যাননি।

ভারতীয় ইতিহাস ধরে রেখে তিনি ইউরোপীয় ধাঁচে চিত্র এঁকে ভারতীয় চিত্রশিল্প জগতে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন রাজা রবি বার্মা। জয়ার ছবিতেও আছে সেই ধাঁচ।

কিছুদিন আগেই বাঙালির ঐতিহ্যশালী জামদানি শাড়ি মারাঠিদের ধুতি স্টাইলে পরে বেশ সমালোচিত হতে হয়েছিলো জয়াকে। অনেকেই তখন তার সমালোচনা করে লিখেন, জামদানি শাড়ির সম্মান নষ্ট করেছেন এই অভিনেত্রী। সেই রেশ কাটতে না কাটতেই ফের আবেদনময়ী রূপে ঝড় তুললেন জয়া। খোলা আঁচলে সাহসী জয়া।

আরও পড়ুন