নিজের বিয়ের কথা গোপন রাখলেও স্বামীর ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে অভিনেত্রী তমালিকা কর্মকার বোঝালেন কাজটি সেরেছেন বহু আগেই।
পরিচালক চয়নিকা চৌধুরী তমালিকা কর্মকারের বোন। বর্তমানে তিনি আমেরিকা প্রবাসী।
যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে প্রভীনের পরিচয়। এরপর তারা দুজন প্রেমের সম্পর্কে জড়ান। তমালিকার খুব কাছের মানুষজন ছাড়া বিয়ের খবরটি সেভাবে কেউ জানতেন না।
অবশ্য দুজনের কেউই বিয়ের খবরটি কাউকে আনুষ্ঠানিকভাবে জানাতে চাননি।
সোমবার সকালে তমালিকা কর্মকার তার স্বামী প্রভীনের সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন’।
তমালিকার পোস্ট করা সেই স্থিরচিত্রে বিনোদন অঙ্গনের অনেকেই শুভকামনা জানিয়েছেন।
পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন তমালিকা কর্মকার। মাঝেমধ্যে দেশে আসেন। নাট্যদল আরণ্যকের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবে অংশ নিতে ২০২৩ সালেও এসেছিলেন তিনি।
১৯৯২ সালে আরণ্যক নাট্যদল প্রযোজিত মামুনুর রশীদের লেখা ও আজিজুল হাকিম নির্দেশিত নাটক পাথরের মাধ্যমে তমালিকা কর্মকারের মঞ্চাভিনয় শুরু হয়।
রাঢ়াঙ নাটকের শ্যামলী, ময়ূর সিংহাসন-এর কৃষ্ণা এবং বিদ্যাসাগর-এর রাধা চরিত্রগুলোর জন্য তিনি বিশেষভাবে পরিচিত। তিনি একই সাথে কোরিওগ্রাফার এবং প্রশিক্ষকও ছিলেন।
টেলিভিশন ও চলচ্চিত্রে সমানভাবে কাজ করেছেন তমালিকা। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া এই ঘর এই সংসার, ২০০০ সালে কিত্তনখোলা ও ২০১২ সালে ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রে অভিনয়ে জন্য দর্শকের প্রশংসা অর্জন করেন।
কিত্তনখোলা ছবিতে অভিনয়ের জন্য তমালিকা শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।