স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় এনামুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে দুর্নীতি বিরোধী ইউনিট- গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে ভিত্তিহীন বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, দুর্বার রাজশাহীর অভিজ্ঞ ব্যাটসম্যানের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপের কথা তাদের জানা নেই।
বোর্ডের সূত্রের বরাতে শনিবার দেশের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, চলমান বিপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় বিসিবির দুর্নীতি বিরোধী ইউনিটের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে, এনামুলকে যেন দেশ ছাড়তে না দেওয়া হয়।
সারাদিন এ নিয়ে তুমুল চর্চা হওয়ার পর সন্ধ্যায় এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, এনামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে কিছু জানা নেই তাদের এবং ৩২ বছর বয়সী এই ক্রিকেটারের ব্যাপারে এমন কোনো নিষেধাজ্ঞার বার্তা তাদের কাছে আসেনি।
এনামুলের পাশাপাশি আরও বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তদন্তের খবর আসছে বিভিন্ন সংবাদমাধ্যমে। এই বিষয়ে নির্দিষ্ট করে কোনো ক্রিকেটারের নাম প্রকাশ করেনি বিসিবি।
তবে দুর্নীতি বিরোধী ইউনিটকে তদন্তের কাজে সহযোগিতার জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করার ঘোষণা দিয়েছে বিসিবি। এখনও পর্যন্ত এ নিয়েষ বিস্তারিত কিছু জানায়নি তারা।