ভারতের বলিউড নায়িকা অনন্যা পাণ্ডে সামাজিক মাধ্যমে প্রায়ই বিভিন্ন ফটোশুট শেয়ার করেন। সেই সব ছবি নজর কাড়ে অধিকাংশ নেটিজেনের।
সম্প্রতি এক ফটোশুটে নতুন স্টাইলে দেখা গেল অনন্যা পাণ্ডেকে। শুধু জুঁই ফুলে ঢাকা শরীর! এমন লুক দেখেই আলোচনা শুরু হয়েছে নেটপাড়ায়।
সাদা-সোনালী চেক ডিজাইনের ছয় গজের শাড়ির সঙ্গে অনন্যা পরেছেন জুঁই ফুল দিয়ে তৈরি অফ-শোল্ডার ব্লাউজ।
খোলা চুল, চোখেমুখে দুষ্টু ইশারা, সব মিলিয়ে রূপে যেন বসন্তের আবাহন!
অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে এই ছবিগুলি শেয়ার করেছেন, যা দেখে রীতিমতো আলোড়ন উঠেছে নেটদুনিয়ায়।
কেউ লিখেছেন, ‘অপূর্ব সুন্দরী অনন্যা,’ আবার কেউ সাহসী ফ্যাশনের প্রশংসা করেছেন।
ফটোশুটের জন্য অনন্যার সাজও ছিল অসাধারণ। পোশাকের সঙ্গে মানানসই মেকআপ করেছেন মেকআপ আর্টিস্ট রিভিরাঁ লিন।
সাজ-সজ্জা থেকে স্টাইল—সব কিছু মিলিয়ে এই নতুন লুক নিয়ে এখন তুমুল আলোচনায় রয়েছেন এই বলিউড অভিনেত্রী। অনন্যার সাহসী ও ফ্যাশন দেখে মন কাড়ছে অনুরাগীদের, আর সোশ্যাল মিডিয়ায় এই লুক নিয়ে প্রশংসার ঝড় উঠেছে।