বহুদিন পর জনসম্মুখে দেখা গেল এক সময়রে হার্টথ্রব টেনিস তারকা আনা কুর্নিকোভাকে; তাও আবার হুইলচেয়ারে।
পিঠ ও মেরুদণ্ডের একাধিক চোটের কারণে মাত্র ২১ বছর বয়সে টেনিসকে বিদায় জানিয়েছিলেন কুর্নিকোভা। এবার তাকে হুইলচেয়ারে দেখে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন অনুরাগীরা।
কুর্নিকোভাকে ফ্লোরিডার মিয়ামিতে ‘বাল হারবার’ শপসে একটি হুইলচেয়ারে বসে থাকতে দেখা যায়। কালো রঙের হুডি এবং একই রঙের প্যান্ট পরা সাবেক এ টেনিস তারকার এক পায়ে অর্থোপেডিক বুটও দেখা যায়।
পাপারাজ্জিদের তোলা একটি ছবি ডেইল মেইল প্রকাশ করেছে। সেখানে কুর্নিকোভার সঙ্গে তার দুই মেয়ে লুসি (৭), মেরি (৪) এবং কয়েকজন বন্ধু ছিলেন।
এই গ্র্যান্ড স্লাম ডাবলস বিজয়ী নিজের চোট সম্পর্কে কোনো তথ্য প্রকাশ না করলেও ‘দ্য ইন্ডিপেনডেন্ট’ এ বিষয়ে জানাতে তার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে।
মাঝে মাঝে তার তিন সন্তানের বাবা দীর্ঘদিনের বয়ফ্রেন্ড এনরিক ইগলেসিয়াসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া ছাড়া ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় রেখে আসছেন আনা কুর্নিকোভা।
স্প্যানিশ গায়ক ইগলেসিয়াসের ‘স্কেপ’ মিউজিক ভিডিওতে অভিনয় করেন টেনিস তারকা আনা কুর্নিকোভা। এরপর ২০০১ সালে থেকে তারা ‘ডেইট’ করছেন।
ইগলেসিয়াস তাদের বিয়ে না করার সিদ্ধান্তের বিষয়টি আগেও জানিয়েছেন।
২০১২ সালে ‘প্যারেড’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইগলেসিয়াস বলেছিলেন, “বিয়ে কোনো পরিবর্তন আনবে বলে আমি কখনোই মনে করি না।”
তবে ২০২২ সালে কুর্নিকোভা তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে ইগলেসিয়াসের পদবি ব্যবহার করায় গুঞ্জন ওঠে যে এই যুগল বিয়ে করেছেন।