রাখাইনে সেনা সদরদপ্তর দখলে নিল আরাকান আর্মি

আরাকান আর্মি প্রকাশিত একটি পুরনো ছবি।
আরাকান আর্মি প্রকাশিত একটি পুরনো ছবি।

রাখাইন রাজ্যে গুরুত্বপূর্ণ একটি সেনা সদরদপ্তর দখলে নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি, যার মধ্য দিয়ে দ্বিতীয় কোনো আঞ্চলিক সদরদপ্তরের নিয়ন্ত্রণ পেল তারা।

শুক্রবার গভীর রাতে আরাকান আর্মি এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুই সপ্তাহ ধরে প্রচণ্ড লড়াইয়ের পর গতকাল বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে অবস্থিত পশ্চিমা সামরিক কমান্ডের পতন হয়েছে,’ রয়টার্স এক প্রতিবেদনে জানায়।

এ ব্যাপারে মিয়ানমারের সেনাবাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২০২১ সালের শুরুর দিকে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাতে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। তখন থেকেই মিয়ানমারে অস্থিরতা চলছে। ওই অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা পরবর্তী সময়ে সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়।

মিয়ানমারে জান্তাবিরোধী বিদ্রোহী জোট থ্রি ব্রাদারহুডে থাকা আরাকান আর্মি (এএ) ২০২৩ সালের অক্টোবরে সরকারবিরোধী অভিযান শুরু করে। চীন–সংলগ্ন মিয়ানমার সীমান্তে উল্লেখজনক বিজয়ও অর্জন করে তারা।

আরও পড়ুন