বিচারাধীন এক মামলায় সাক্ষী দিতে অনুপস্থিত থাকায় বলিউডের আইটেম গার্ল মালাইকা অরোরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মুম্বাইয়ের একটি আদালত।
২০১২ সালের একটি মামলায় জামিনযোগ্য ধারায় এ অভিনেত্রীর বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে।
ভারতের মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে শিল্পপতির উপর হামলা মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল মালাইকার ওপর। সেই হাজিরা এড়ানোয় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হল।
২০১২ সালের ২২ ফেব্রুয়ারি, ২০১২ দক্ষিণ মুম্বইয়ের এক পাঁচ তারকা রেস্তোরাঁয় নৈশভোজ করছিলেন সাইফ আলী খান, কারিনা কাপুর, কারিশমা কাপুর, মালাইকা অরোরা, অমৃতা অরোরা এবং তারে আরও কয়েকজন বন্ধু। সেখানেই অভিযোগকারী শিল্পপতি ইকবাল শর্মার সঙ্গে বচসা থেকে হাতাহাতি হয় সাইফ আলী খানের।
সেই ঘটনায় অভিনেতা সাইফ আলি খান, শিল্পপতি বিলাল আমরোহি এবং মালাইকার ভগ্নীপতি শাহিল লাদাখের বিরুদ্ধে মামলা করেন ইকবাল শর্মা।
সম্প্রতি ১৩ বছরের পুরনো সেই মারপিটের মামলাই আদালতে উঠেছে। সেই ঘটনার সাক্ষী হিসেবে শনিবার আদালতে নিজের বয়ান দেন মালাইকার বোন অমৃতা অরোরা। কিন্তু সাক্ষী দিতে অনুপস্থিতি থাকেন মালাইকা।