আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ

৫ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়।
৫ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়।

রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে আগুন দিয়েছে শিবির। এ সময় তাদের ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ বলে স্লোগান দিতে দেখা যায়।

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে সকাল থেকেই বিভিন্ন স্থানে মহড়া দিতে দেখা গেছে শিবির ও সমমনা কয়েকটি সংগঠনকে। ঢাকার বিভিন্ন পয়েন্টে লাঠিসোঁটা নিয়ে তারা অবস্থান নিয়ে রেখেছিল।

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া একটি মামলার রায় ঘোষণার দিন ধার্য হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। এর জের ধরে গত কয়েকদিন ধরে রাজনীতির মাঠ ছিল উত্তপ্ত। একইদিন ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দেয় আওয়ামী লীগ।

অন্যদিকে, তা প্রতিহত করার ঘোষণা দিয়ে মাঠে রয়েছে জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের সমমনা দলগুলো।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের নেতাকর্মীরা আগুন দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় তাদের সঙ্গে ছাত্রশিবিরের ব্যানার ও লাঠিসোঁটা দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ ১০ থেকে ১৫ জন ওই কার্যালয়ে ঢুকে আগুন লাগিয়ে দেয়। আগুনের তীব্রতা কমে গেলে সেখানে থাকা ব্যক্তিরা আবারও সেখানে আগুন লাগায়।

গত বছর জুলাই অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের এই কার্যালয়ে কয়েকদফা অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। বঙ্গবন্ধুর বাড়ি, আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সবই আগুনে পুড়িয়ে গুঁড়িয়ে দেয়া হয়। এরপর আওয়ামী লীগের ওপরও আসে নিষেধাজ্ঞার খড়গ।

এরপর ভবনটি কিছুদিন পরিত্যক্ত থাকলেও সেখানে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ লেখা একটি ব্যানার লাগিয়ে দেয় জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিরা।

আরও পড়ুন

সর্বশেষ

ads