চট্টগ্রামে সাবেক মেয়র মহিউদ্দিনের বাসায় অগ্নিসংযোগ

বৃহস্পতিবার অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নগরীর ষোলশহর এলাকায় চশমা হিলের বাসায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

বাড়িটিতে থাকতেন প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর আসার পর ষোলশহর দুই নম্বর গেইট মোড়ে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। সেখান থেকে এক দল লোক গিয়ে চশমা হিলের বাসায় ভাঙচুর চালায়।

পরে তারা ভবনের সামনে খালি জায়গায় রাখা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়, ওই বাসার সামনে একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার খবর পেয়েছেন তারা।

আততায়ীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে হাসপাতালে হাদির মৃত্যু হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১০টা থেকে ষোলশহর দুই নম্বর গেইট মোড়ো জড়ো হতে থাকে বিক্ষুব্ধরা।

সেখান থেকে একদল খুলশীতে ভারতীয় সহকারি হাই কমিশন অফিসের দিকে রওনা করে। অপর একটি দল নগরীর ষোলশহর চশমা হিলের মেয়র গলিতে বিক্ষোভ দেখায়।

এদিকে, ঢাকায় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়েও আগুন দিয়েছে শরীফ ওসমান বিন হাদির অনুসারীরা। রাত ১২টার পর সেখানে আগুন জ্বলতে দেখা গেছে।

ভাঙচুর চলছে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিবাসে। খুলনায়ও ভারতীয় হাই কমিশনের কার্যালয় ও বাসভবনে হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এছাড়া ছায়ানটের কার্যালয়, ইন্দিরা সেন্টার, উত্তরায় একাধিক দোকান ও বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ হয়েছে বলেও খবর মিলেছে।

উত্তপ্ত পরিস্থিতিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন

সর্বশেষ

ads