ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ঘিরে উত্তপ্ত ঢাকায় বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে আগুন দিয়েছে হাদির অনুসারীরা। রাত ১২টার পর সেখানে আগুন জ্বলতে দেখা গেছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টা দিকে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন ওসমান বিন হাদির মৃত্যুর খবর বাংলাদেশে ছড়িয়ে পড়লে তার বিক্ষুব্ধ কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় জড়ো হতে শুরু করে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে থাকা এক আততায়ী তাকে গুলি করে পালিয়ে যায়।
তদন্ত-সংশ্লিষ্টরা হাদিকে গুলিবর্ষনকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার কথা বললেও ওই আততায়ী বেশ কিছুদিন ধরেই ওসমান হাদির সঙ্গে তার নির্বাচনী প্রচারণায় যুক্ত ছিলেন।
তেজগাঁও থানার ওসি ক্যশৈন্যু মারমাকে উদ্ধৃত করে বিবিসি বাংলা লিখেছে, রাত ১২টার দিকে ওই দুটি পত্রিকা অফিসে হামলা করে বিক্ষুব্ধ কর্মীরা।
“আমি ঘটনাস্থলে আছি। এখানে কয়েকশ লোক একত্রিত হয়ে হামলা চালিয়েছেন,” বলছিলেন এই পুলিশ কর্মকর্তা।
তবে এ হামলায় কারা অংশ নিয়েছেন তা নিশ্চিত করতে পারেননি তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে লাঠিসোটা নিয়ে হামলা, ভাঙচুর করতে দেখা গেছে।
ভেতরে বেশ কয়েকজন সংবাদকর্মী আটকা পড়েছেন বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম লিখেছে, রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া কয়েক ডজন বিক্ষোভকারী হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল বের করে। এ সময় তারা স্লোগান দিচ্ছিল- ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও’; ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’; ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরাও ‘আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে টিএসসির সামনে বিক্ষোভ দেখিয়েছে।
এদিকে, সবাইকে ধৈর্য ধারণ ও সংযমের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। দেশের মানুষের উদ্দেশে দেওয়া এক ভাষণে শনিবার রাষ্ট্রীয় শোক কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি নিহত ওসমান বিন হাদির স্ত্রী ও সন্তানের দেখভালের দায়িত্ব রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া হবে বলে মুহাম্মদ ইউনূস জানিয়েছেন।
চট্টগ্রামে রাত ১১টার দিকে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে একদল মানুষ অবস্থান নেওয়ার খবর মিলেছে। তবে তাদের সরিয়ে দিয়েছে পুলিশ।
নগরীর খুলশী থানার ওসি শাহিন আলম জানিয়েছেন, যারা হাই কমিশনের সামনে অবস্থান নিয়েছিলেন, তাদের সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা সেখানে আছেন।
রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০২৪ সালের ২৪ নভেম্বর আক্রান্ত হয়েছিল দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা কার্যালয়। পত্রিকাদুটোকে ভারতের দালাল আখ্যায়িত করে সেখানে গরু জবাই করার কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে একদল মানুষ, যার আয়োজন করে ওসমান বিন হাদির ইনকিলাব মঞ্চ।



