বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে দেশের কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ১২ ও ১৩ নভেম্বরের জন্য সকল ক্লাস ও পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষার্থীদের। কোন কোন বিশ্ববিদ্যালয় পরীক্ষা বাতিল করলেও অনলাইনে ক্লাস নেবে বলে জানিয়েছে।
নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (EWU), ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (WUB), শান্তা-মারিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি (SMUCT) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (AIUB) এ সিদ্ধান্ত জানিয়েছে।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB) তাদের বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (EWU) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “অনিবার্য কারণে ১২ ও ১৩ নভেম্বর সব ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে। কোনো পরীক্ষা নেওয়া হবে না। কর্মকর্তা-কর্মচারীরাও বাসা থেকে কার্যক্রম পরিচালনা করবেন।”
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (WUB) জানিয়েছে, ১২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস অনলাইনে চলবে এবং বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ থাকবে।
নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU) আগামী ১৩ নভেম্বরের সব ক্লাস অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছে।
শান্তা-মারিয়ম ইউনিভার্সিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ১২ ও ১৩ নভেম্বরের সকল একাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হচ্ছে। পরবর্তী নির্দেশনা ইমেইলের মাধ্যমে জানানো হবে।”
এআইইউবি কর্তৃপক্ষও একই কারণে নির্ধারিত ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার নোটিস দিয়েছে।
গত তিন দিনে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় বাসে অগ্নিসংযোগের বেশ কিছু ঘটনা ঘটেছে। এরইমধ্যে শান্তা-মারিয়ম বিশ্ববিদ্যালয়ের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া গাজীপুরের কাশিমপুর, শ্রীপুর ও আশুলিয়ায় পার্ক করা অন্তত চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ময়মনসিংহে একটি বাসে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু এবং দুজন গুরুতর আহত হয়েছেন।
উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে।
১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। এই রায়ের কারণে রাজধানীতে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করছে প্রশাসন।
শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তার স্বার্থে উদ্ভূত পরিস্থিতিতে তাদেরকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরও খবর:



