নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হলো আওয়ামী লীগের

অভ্যুত্থানের পর ৫ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়।
অভ্যুত্থানের পর ৫ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়।

যেমনটি ধারণা করা হয়েছিল ঘটেছেও তেমনটিই, স্থগিত করা হয়েছে নির্বাচন কমিশনে আওয়ামী লীগের নিবন্ধন। এর ফলে দলীয় প্রতীক ও নামে নির্বাচনে অংশ নিতে পারবে না দলটি।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার রাত সোয়া ৯টার দিকে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

একাত্তরের ২৫ মার্চ কালো রাতে ‘বিচ্ছিন্নতাবাদী’ আখ্যা দিয়ে পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগকে। এর ৫৪ বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো অন্তর্বর্তী শাসক ইউনূসের জমানায়।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে রাখা হলেও সেসময়ও দলটিকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়নি।

২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দল নিবন্ধনের নিয়ম চালু করে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের নিবন্ধন নম্বর ছিল ৬, প্রতীক নৌকা।

গত ১৭ বছরে সব মিলিয়ে ৫৫টি দলকে নিবন্ধন দেওয়া হলেও বিভিন্ন কারণে জামায়াতে ইসলামীসহ পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় এখন নির্বাচন কমিশনে নিবন্ধিত দল থাকল ৪৯টি।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সে অনুযায়ী আজকে আমরা গেজেট নোটিফিকেশনে জারি করেছি, আপনারা গেজেটের কপিটা বিজি প্রেস থেকে পেয়ে যাবেন।“

কী কারণে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা হলো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বলে বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন, সেটার ধারাবাহিকতায় আমরা এখানে এটা করেছি।“

এর আগে আজ বিকেলে সরকারের জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে।

বিস্তারিত আসছে

এ সংক্রান্ত আরও খবর:

ইয়াহিয়ার ‘বিচ্ছিন্নতাবাদী দল’ ইউনূসের জমানায় কাঠগড়ায়

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি, বাতিল হচ্ছে নিবন্ধন?

সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো ‘সত্তার কার্যক্রম’ নিষিদ্ধের বিধান

বাংলাদেশকে উগ্রবাদী রাষ্ট্রে রূপ দিতেই নিষেধাজ্ঞা: ছাত্রলীগ

আরও পড়ুন