বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নাম পাল্টে দিল ডিএনসিসি

Bangabandhu Avenue renamed

ঢাকার গুলিস্তান থেকে তেজগাঁও বিমানবন্দর পর্যন্ত দুই দিকে চলাচলক্ষম রাস্তা তৈরি হয় ১৯৫০-এর দশকে। এই রাস্তাকে কেন্দ্র করে দুই ধানে বিভিন্ন দোকান তৈরি হয়।

১৯৬০-এর দশকে এই সড়কে জনপ্রিয় রেস্তোরাঁ এবং খাবারের দোকান ছিল। যেমন- কাসবাহ, লা সানি, চিন চৌ, সুইট হেভেন, সলিমাবাদ হোটেল, রেক্স ইত্যাদি। পাকিস্তান আমলে এই রাস্তাটির নাম ছিল জিন্নাহ অ্যাভিনিউ।

পূর্ব পাকিস্তানের রাজনীতির বিভিন্ন ঐতিহাসিক ঘটনার স্বাক্ষী এই অ্যাভিনিউ। বাংলাদেশের স্বাধীনতার পর এর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু অ্যাভিনিউ রাখা হয়। এখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় অবস্থিত। ২০০৪ সালের শেখ হাসিনার জনসভায় ভয়াবহ যে গ্রেনেড হামলা ঘটেছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউতে।

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নানা ঘটনার স্বাক্ষী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নামটি পরিবর্তন করল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ।

মঙ্গলবার এক দপ্তর আদেশে সড়ক, ভবন ও স্থাপনাগুলোর নতুন নামকরণের বিষয়ে জানিয়েছে ডিএসসিসি।

শুধু বঙ্গবন্ধু অ্যাভিনিউ নয়, শেখ পরিবার ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্তদের নামে যেসব সড়ক ও ভবনের নাম ছিল সেগুলোও পরিবর্তন করা হয়েছে। কোনটিতে আগের নাম আবার কোনোটি শুধু ওই স্থানের নামে নামকরণ করা হয়েছে।

বঙ্গবন্ধু অ্যাভিনিউর নাম পরিবর্তন করা করলেও পূর্বের নাম ফিরিয়ে আনা হয়নি। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে ‘শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ’ নাম দেওয়া হয়েছে।

ঢাকার গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। গণঅভ্যুত্থানের সরকার পতনের দিন গেল বছরের ৫ অগাস্টে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়েও হামলা হয়। সেখানে দলের সভাপতির অফিস জ্বালিয়ে দেওয়া হয়।

নাম বদল হওয়া সরণি, পার্ক, সেতু ও স্থাপনা হল-

  • বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণির নাম পরিবর্তন করে আগের নাম ইনার রিং সড়ক।
  • বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণির নাম পরিবর্তন করে আগের নাম ঝাউচর প্রধান সড়ক।
  • বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সরণির নাম পরিবর্তন করে আগের নাম কামরাঙ্গীরচর লোহারপুল- বুড়িগঙ্গা সড়ক।
  • শহীদ শেখ রাসেল শিশু পার্ক, কলাবাগানের নাম পরিবর্তন করে আগের নাম কলাবাগান শিশু পার্ক।
  • শহীদ শেখ রাসেল শিশু পার্ক, যাত্রাবাড়ী এর নাম পরিবর্তন করে আগের নাম যাত্রাবাড়ী শিশু পার্ক।
  • মেয়র শেখ তাপস সেতুর নাম পরিবর্তন করে আগের নাম কামরাঙ্গীরচর ব্রিজ।
  • মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নাম পরিবর্তন করে আগের নাম গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র।
  • মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্কের নাম পরিবর্তন করে আগের নাম সরাফতগঞ্জ পার্ক।
  • বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নাম পরিবর্তন করে আগের নাম কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র করার সুপারিশ করা হয়।
  • মেয়র হানিফ অডিটোরিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নগরভবন অডিটোরিয়াম।
  • মেয়র হানিফ ফ্লাইওভারের নাম হয়েছে গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার।
  • মেয়র হানিফ জামে মসজিদের নাম হয়েছে আজিমপুর কবরস্থান জামে মসজিদ।
  • মেয়র হানিফ মসজিদের নাম রাখা হয়েছে সায়েদাবাদ বাস টার্মিনাল জামে মসজিদ।
  • বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম হয়েছে শহীদ আবরার ফাহাদ এভিনিউ।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো.রাসেল রহমান সাংবাদিকদের বলেন, “নামকরণ সংক্রান্ত কমিটি প্রস্তাব দিয়েছিল। সে অনুযায়ী আমাদের বোর্ড সভায় তা গৃহীত হয়। এরপর সেটি অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়। স্থানীয় সরকার বিভাগ থেকে অনুমোদনের পর নতুন নামকরণ চুড়ান্ত করা হয়েছে।”

আরও পড়ুন

সর্বশেষ

ads