ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পাল্টে ‘শহীদ ওসমান হাদি হল’ নামে পোস্টার লাগিয়ে দিয়েছে একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার রাতে শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভের মধ্যে হল সংসদের নেতারা হলের এই নতুন নামকরণ করেন।
পরে মধ্য রাতেই তারা হাদির নামে হলের নামকরণের পোস্টার হলের সামনে লাগিয়ে দেন।
আততায়ীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরের হাসপাতালে বৃহস্পতিবার মারা যান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। রাতে তার মৃত্যুর খবর ঘিরে উত্তপ্ত ঢাকায় বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে।
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালযয়ে আগুন দিয়েছে শরীফ ওসমান বিন হাদির অনুসারীরা। রাত ১২টার পর সেখানে আগুন জ্বলতে দেখা গেছে।
এছাড়া ভাঙচুর চলছে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিবাসে। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে।
উত্তপ্ত পরিস্থিতিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মুহাম্মদ ইউনূস।



