প্রবাসীদের এনআইটিএ বা নন-রেসিডেন্ট টাকা অ্যাকাউন্ট ব্যবস্থাকে সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।
এর ফলে বিদেশ থেকে অনলাইন ট্রান্সফারের মাধ্যমে তারা রেমিট্যান্সের অর্থ দেশে পাঠাতে পারবেন। এছাড়া, টাকা জমা ও উত্তোলনের কোনো সীমা থাকছে না।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ গতকাল এক প্রজ্ঞাপনে জানিয়েছে, এনআইটিএ পরিচালনাকারী ব্যাংকগুলো কোনো বাড়তি আনুষ্ঠানিকতা ছাড়াই এখন থেকে প্রবাসীদের চেক, ইলেকট্রনিক বা অনলাইনে লেনদেনের সুবিধা দিতে পারবে ।
এনআইটিএ একটি বিশেষায়িত ব্যাংক অ্যাকাউন্ট। এটি প্রবাসীদের দেশের আর্থিক বাজারে, বিশেষ করে শেয়ার, বন্ড ও অন্যান্য আর্থিক ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ দেয়।
এনআইটিএ অ্যাকাউন্ট থেকে আগে অনলাইনে ট্রান্সেকশন করা যেতো না। টাকা জমা ও উত্তোলনের জন্য নির্দিষ্ট সীমা ছিল। নতুন নির্দেশনায় প্রবাসীদের সুবিধার্থে এই সীমাবদ্ধতাগুলো তুলে দেওয়া হয়েছে।”
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এনআইটিএতে অর্থ জমা ও উত্তোলনের ক্ষেত্রে ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে যে লেনদেনগুলো প্রবাসীদের বৈধ কার্যক্রমের জন্যই হচ্ছে। ব্যাংকগুলোকে সতর্ক থাকতে হবে, যেন এসব অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের প্রতারণামূলক লেনদেন না হয়।
এনআইটিএতে প্রবাসী আয় থেকে জমা হওয়া অর্থে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা অনলাইন ব্যাংকিং সেবার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করা যাবে না।
তবে যেসব অ্যাকাউন্টধারীর স্থানীয় উৎস থেকে অর্থ জমা হচ্ছে, তাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত করার আগে ব্যাংকগুলোকে যথাযথ তথ্য যাচাই-বাছাই করা হবে।
এছাড়া প্রবাসীরা বাংলাদেশে অন্য কোনো ব্যক্তিকে এসব অ্যাকাউন্ট পরিচালনার জন্য মনোনীত করতে পারবেন। মনোনীত ব্যক্তিদের মাধ্যমে যে লেনদেন হবে, তা অ্যাকাউন্টধারীর অনুমোদিত লেনদেন প্রোফাইল (টিপি) অনুযায়ী করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।