বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ভারত-বাংলাদেশ সম্পর্কে পরিবর্তন আসতে পারে বলে মনে করেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
শনিবার নয়া দিল্লিতে ইন্ডিয়া টুডের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি এই অভিমত ব্যক্ত করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার কথা উল্লেখ করে এ বিষয়ে ইন্ডিয়া টুডের পক্ষ থেকে জেনারেল দ্বিবেদীর মন্তব্য জানতে চাওয়া হলে তিনি পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেন, “আমি বলেছি, সন্ত্রাসের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশে। তাদের যদি আমাদের প্রতিবেশী কোনো দেশের সঙ্গে সম্পর্ক থাকে, তবে আমার উদ্বিগ্ন হওয়া উচিত। কারণ আমার মতে, সেই দেশ থেকেও সন্ত্রাসবাদের পথ ব্যবহার করা যেতে পারে, যা আজ আমার প্রধান উদ্বেগের বিষয়।“
তবে এক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা নিয়ে সিদ্ধান্ত নেওয়া মতো সময় এখনও আসেনি বলেও মনে করেন ভারতীয় সেনাপ্রধান। তার মতে, বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের পরিবর্তন আসতে পারে।
এর কারণ ব্যাখ্যা করে জেনারেল দ্বিবেদী বলেন, “আমার মতে, বর্তমান দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক খুব শক্তিশালী এবং এটি খুবই স্পষ্ট। কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে আমরা নিয়মিত নোট বিনিময় করছি।”
এর আগে গত ১৩ জানুয়ারিনয়া দিল্লির মানেকশ সেন্টারে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনেও ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে নির্বাচিত সরকারের বিষয়ে গুরুত্বরোপ করেছিলেন।
সেদিন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশের রাষ্ট্রীয় সম্পর্কের বিষয়ে আলোচনা করা যাবে তখনই, যখন ‘নির্বাচিত সরকার’ থাকবে।