শেষ ওভারে প্রয়োজন ৪ রান, হাতে ২ উইকেট। এই সমীকরণ মেলাতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। মূল ম্যাচ টাই করার পর সুপার ওভারে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে প্রস্তুতি পর্ব শেষ করল তারা।
কুয়ালালামপুরে বুধবার ২ রানে জিতেছে বাংলাদেশ। মূল ম্যাচে দুই দলেরই ইনিংস থেমেছে ১১৩ রানে।
রান তাড়ায় শূন্য রানে ফেরেন মোছাম্মত ইভা। ৭ রান করে বিদায় নেন সুমাইয়া আক্তার। পাওয়ার প্লেতে ২৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
দুই অঙ্ক ছুঁয়ে বেশি দূর যেতে পারেননি জুয়াইরিয়া ফেরদৌস, সাদিয়া ইসলাম ও অধিনায়ক আফিয়া ইরা।
নিয়মিত উইকেট হারানো বাংলাদেশকে টানতে পারেননি কেউই। জুয়াইরিয়ার মতো ২০ রান করে ফেরেন সাদিয়া আক্তার। হাবিবা ইসলামের (১০*) ব্যাটে হার এড়ায় বাংলাদেশ।
এর আগে টস জিতে ব্যাটিং নেওয়া ইংল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ। দ্বিতীয় ওভারে শুরুর জুটি ভাঙেন ফাহমিদা ছোঁয়া। চতুর্থ ওভারে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড।
নিয়মিত উইকেট হারানো ইংল্যান্ড লড়াইয়ের পুঁজি গড়ে প্রিশা থানাওয়ালা ও টিলি কর্টিন-কোলম্যানের ব্যাটে।
বাংলাদেশের হয়ে চমৎকার বোলিংয়ে ১২ রানে ৩ উইকেট নেন আনিশা আক্তার। ২০ রানে দুই শিকার ধরেন ফাহমিদা।
সুপার ওভারের প্রথম ৩ বলে তিনটি সিঙ্গেল নেন জুরাইরিয়া ও সাদিয়া। চতুর্থ বলে ছক্কায় ওড়ান সাদিয়া। শেষ দুই বলে আসে আরও দুটি সিঙ্গেল। ৬ বল থেকে বাংলাদেশ তোলে ১১ রান।
সুপার ওভারের প্রথম দুই বলে দুই রান দেন হাবিবা। তৃতীয় বলে ফিরিয়ে তিনি দেন ড্যাভিনা পেরিনকে। পরের বলে দেন ওয়াইড। শেষ তিন বলে ৯ রানের সমীকরণ মেলাতে দেননি হাবিবা। প্রস্তুতি ম্যাচে টানা দ্বিতীয় জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সাড়ে বাংলাদেশ।
আগামী শনিবার নেপালের বিপক্ষে লড়াই দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ২০ ওভারে ১১৩/৯ (পেরিন ১৫, জনসন ০, সুরেনকুমার ১৬, নরগ্রোভ ০, জোন্স ১৪, প্রিশা ২৮, স্পেন্স ০, ব্রিন্সডেন ৭, ল্যাম্বার্ট ২, কর্টিন-কোলম্যান ২৩*, ব্রেট ১*; নিশিতা ৪-০-২৩-০, ফাহমিদা ৩-০-২০-২, আনিশা ৪-০-১২-৩, ফারজানা ২-০-১৩-০, জান্নাতুল ৩-০-১৬-০, ফারিয়া ২-০-১৭-১, হাবিবা ২-০-১১-১)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২০ ওভারে ১১৩ (ফাহমিদা ১৩, এভা ০, সুমাইয়া ৭, জুয়াইরিয়া ২০, সাদিয়া ১৬, আফিয়া ১২, জান্নাতুল ০, সাদিয়া ২০, ফারজানা ২, হাবিবা ১০*, নিশিতা ১; ল্যামব্রেট ৪-০-২৩-১, কোর্টেন-কোলম্যান ৪-০-৭-০, সুরেনকুমার ২-০-৭-০, ব্রেট ৪-০-৩২-৩, পেরিন ২-০-৬-২, জনসন ২-০-১৮-০, ব্রিন্সডেন ২-০-১৪-০)
ফল: টাই, সুপার ওভারে ২ রানে জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯