ফাইনালের আশা নিয়ে যুব বিশ্বকাপে বাংলাদেশ

বাংলাদেশ টিম
বাংলাদেশ টিম

এশিয়া কাপের ফাইনালে যাওয়া দলে কেবল দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। লাকি খাতুন ও সাদিয়া ইসলামকে এনে তারা সাজিয়েছে উইমেন’স অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল।

মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আসরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার ১৫ সদস‍্যের দল ঘোষণা করেছে। সঙ্গে ঘোষণা করেছে চার অপেক্ষমানের নাম।

মালয়েশিয়ায় চলতি মাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত উইমেন’স অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন অরভিন তানি ও মেহেরুন নেসা। আশরাফি ইয়াসমিন অর্থি ও লেকি চাকমার সঙ্গে অপেক্ষমান হিসেবে আছেন তারা।

এশিয়া কাপের মতো বিশ্ব মঞ্চেও বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সুমাইয়া আক্তার।

১৬ দলের বিশ্বকাপে অস্ট্রেলিয়া, স্কটল‍্যান্ড ও নেপালের সঙ্গে ‘ডি’ গ্রুপে আছে বাংলাদেশ। আগামী ১৮ জানুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ রানার্সআপদের অভিযান। ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কায় যাচ্ছেন সুমাইয়া-আফিয়ারা। আগামী ৩ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সেখানে স্বাগতিকদের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি খেলবেন তারা।

বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচক সজল চৌধুরি জানালেন লক্ষ‍্যের কথা। তার মতে মিডল অর্ডারে রান এলে খেলা সম্ভব ফাইনালে।

“ ব্যাটিং, বোলিংয়ে বৈচিত্র‍্য আছে। বাঁহাতি স্পিনার, ফাস্ট বোলার, লেগ স্পিনার আছে। ভালো অলরাউন্ডার আছে। সব কিছু বিবেচনা করেই দলটা গঠন করা হয়েছে। আমি যতটুকু দেখেছি, যতটুকু বুঝতে পেরেছি… আমাদের মেয়েরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন দিক থেকেই সাবলম্বী ও ভালো পারফর্ম করার সামর্থ্য রাখে।”

“দলের সবাই ‘এক্স ফ্যাক্টর।’ পেস বোলিং ইউনিটটা খুব ভালো করছে। আমার বৈচিত্র‍্য আছে। লেগ স্পিনার আছে। খুব ভালো পারফর্ম করছে। টপ-অর্ডার ব্যাটাররা রান করছে। মিডল অর্ডার যদি আরেকটু ছন্দ পায় তাহলে অবশ্যই আমরা ফাইনাল খেলার প্রত্যাশা করি।”

উইমেন’স অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল:

সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা (সহ-অধিনায়ক), মোসাম্মৎ ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিঙ্কি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সুবহা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকি খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, সাদিয়া ইসলাম।

অপেক্ষমান: অরভিন তানি, মেহেরুন নেসা, আশরাফি ইয়াসমিন অর্থি, লেকি চাকমা।

আরও পড়ুন