উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

উপদেষ্টা হাসান আরিফ।
উপদেষ্টা হাসান আরিফ।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শুক্রবার ঢাকায় ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয়।

হৃদরোগে হাসান আরিফের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান হাসান আরিফের মৃত্য হয়েছে।

দৈনিক প্রথম আলো ভূমি মন্ত্রণালয়ে হাসান আরিফের একান্ত সচিবক মো. আবেদ চৌধুরীকে উদ্ধৃত করে জানিয়েছে, ল্যাবএইড হাসপাতালে বেলা ৩টা ১০ মিনিটে হাসান আরিফ মৃত্যুবরণ করেন।

৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এ এফ হাসান আরিফ।

আরও পড়ুন