নাহিদ রানার ব‍্যাপারে কতোটা সাবধানী রংপুর?

nahid-rana

নাহিদ রানাকে বেছে বেছে খেলাচ্ছে বাংলাদেশ। একটি ছাড়া আর কোনো টেস্ট সিরিজে সব ম‍্যাচে খেলায়নি তরুণ পেসারকে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে স্কোয়াডে রাখলেও টি-টোয়েন্টি সংস্করণে খেলায়নি কোনো ম‍্যাচ।

অবশ্য একই কথা বলা যাচ্ছে না রংপুর রাইডার্স সম্পর্কে। গতিময় পেসারকে বিপিএলে ৯ দিনের মধ্যে ৫টি ম্যাচ খেলিয়েছে তারা!

ক্লান্তির জন‍্যই হয়তো মঙ্গলবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নাহিদের গতি ছিল স্বাভাবিকের চেয়ে অনেক কম। এরপরও ৩ উইকেট নিয়ে জিতেছেন ম‍্যাচ সেরার পুরস্কার। তবে আগের ম‍্যাচে গতিতে যে ভাটার টানের আভাস মিলেছিল, এদিন সেটা স্পষ্ট হয়েছে আরও। চার-পাঁচটি ছাড়া অন্য ডেলিভারিগুলোর গতি ছিল ১৪০ কিলোমিটারের কম। স্লোয়ারের বাইরে কয়েকটি ডেলিভারির গতি ছিল ১৩৫ কিলোমিটারেরও কম! এমনিতে বেশিরভাগ ডেলিভারি থাকে ১৪৫ কিলোমিটারের আশেপাশে, কিছু ছাড়িয়ে যায় দেড়শ।

সংবাদ সম্মেলনের পর ড্রেসিং রুমে ফেরার পথে হাঁটতে হাঁটতে কিছুটা ক্লান্ত থাকার কথা স্বীকার করলেন নাহিদ। তবে টানা ম্যাচ খেলা নিয়ে কোনো আপত্তি বা অভিযোগ নেই তার।

“যেটা বললেন যে, চোট… ধরুন, মানুষ যুদ্ধে নামলে গুলি খেতেই হয়। ক্রিকেট খেলতে গেলে চোটে পড়ব। আর যেটা মেইনটেইনের কথা বলছিলেন, ফিটনেস, এগুলো সব নিজে মেইনটেইন করছি। আর বিসিবি যেসব সূচি দিয়েছে, ওগুলো মেনে কাজ করার চেষ্টা করছি। সামনে যা হবে… আলহামদুলিল্লাহ।”

২২ বছর বয়সী একজন পেসার এই সময়ে সব ম‍্যাচেই খেলতে চাইবেন, এটাই স্বাভাবিক। তবে তাকে নিয়ে দলের সতর্ক হওয়ার প্রয়োজন আছে। যেটা নিয়মিত করছে জাতীয় দল। রংপুরের দিক থেকে বেছে খেলানোর কোনো উদ‍্যোগ এখন পর্যন্ত নেই। তবে নাহিদ বললেন, জাতীয় দলের সঙ্গে নিয়িমত যোগাযোগ আছে তার। 

“অবশ্যই জাতীয় দলের ফিজিও বায়েজিদ ভাই আছে, উনার সঙ্গে যোগাযোগ হয়। আমাদের রংপুর টিমে সজিব ভাই ফিজিও আছে, ওনার সঙ্গে এসব নিয়ে কথা হয়। জাতীয় দলের ফিজিওর সঙ্গে কথা হয়।”

“আমি শেষ ওয়ানডে ম্যাচ খেলেছি ওয়েস্ট ইন্ডিজে। তারপরে বিরতি পেয়েছি। খেলিনি। বিসিবির একটা পরামর্শ ছিল যে, ‘তোমাকে মেইনটেইন করতে হবে’ এবং পরিকল্পনা দিয়েছে যে, ‘এইভাবে ফিটনেস করবে এবং ম্যাচ খেলবে।’ এখন পর্যন্ত বিসিবি বলছে যে, আমার শরীর ঠিক আছে এবং আমিও অনুভব করছি যে শরীর ঠিক আছে।”

আরও পড়ুন