চাকরিতে যোগ দেয়ার আগে তাদের সব ধরনের পুলিশ ভেরিফিকেশন হলেও প্যারেড স্থগিত করার পর জেলার এসপিদের মাধ্যমে তাদের ব্যাপারে আবার তদন্ত করা হয়।
তদন্তে কোনো ধরনের সমস্যা না পাওয়ার কারণেই হাস্যকর কারণ দেখিয়ে তাদের শো-কজ করা হয়।
এলোমেলো হাঁটা এবং মুভি দেখার সময় হৈ চৈ করার কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন এমন কয়েকজন এএসপির দাবি, এলোমেলোভাবে হাঁটা বা মুভি দেখার সময় হৈ চৈ-এর ঘটনা পুরোই কাল্পনিক।
তারা বলছেন, প্রথমবার প্যারেড স্থগিত হওয়ার পর কর্তৃপক্ষ যাতে কোনো অজুহাত তৈরি করতে না সেবিষয়ে অনেক বেশি সতর্ক ছিলেন৷
বিস্তারিত: ডয়েচে ভেলে বাংলা