শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলো বাংলাদেশ। শেষ ম্যাচে ক্যান্ডির পাল্লেকেলেতে স্বাগতিকদের দেওয়া ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৮৬ রানেই গুটিয়ে যায় মেহেদী হাসান মিরাজের দল। ৯৯ রানের বড় পরাজয়ে শেষ হয় সিরিজ।
টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। শুরুটা ভালো না হলেও, দলকে চাঙা করেন কুশল মেন্ডিস ও অধিনায়ক চারিথ আশালাঙ্কা। ১০০ রানে ৩ উইকেট হারিয়ে তারা ১২৪ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন।
কুশল মেন্ডিস: ১১৪ বলে ১২৪ রান (১৮ চার)। চারিথ আশালাঙ্কা: ৬৮ বলে ৫৮ রান (৯ চার)। ওয়ানিন্দু হাসারাঙ্গা: ১৪ বলে ১৮*। পাথুম নিসাঙ্কা: ৩৫ রান।
বাংলাদেশের পক্ষে মিরাজ ও তাসকিন দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট তানজিম, তানভীর ও শামীমের।
শ্রীলঙ্কা ইনিংস: ৫০ ওভারে ২৮৫/৭
বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়
দ্রুত রান তোলার লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। তানজিদ হাসান: ১৩ বলে ১৭ রান। নাজমুল হোসেন শান্ত: ০ রান। পারভেজ হোসেন ইমন: ৪৪ বলে ২৮ রান। মেহেদী হাসান মিরাজ: ২৫ বলে ২৮ রান (৪ চার, ১ ছক্কা)। তাওহীদ হৃদয়: ৭৮ বলে ৫১ রান (৩ চার, ১ ছক্কা)। জাকের আলী: ৩৫ বলে ২৭ রান।
লঙ্কান পেসারদের তোপের মুখে বাংলাদেশের টপ অর্ডার ধসে পড়ে। পরে স্পিনে কাবু হন মিডল অর্ডার ব্যাটাররাও। এর মধ্যে ভেল্লালাগে ফেরান ইমন ও মিরাজকে। হাসারাঙ্গা ফেরান শামীমকে। হৃদয়কে বোল্ড করেন করুনারত্নে। জাকের আলী আউট হন ফার্নান্দোর বলে।
বাংলাদেশ ইনিংস: ৩৯.৪ ওভারে ১৮৬ অলআউট
শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো ও চামিকা করুনারত্নে নেন ৩টি করে উইকেট এবং হাসারাঙ্গা ও ভেল্লালাগে ২টি করে।
ম্যাচ সারসংক্ষেপ:
ফল: শ্রীলঙ্কা জয়ী ৯৯ রানে
সিরিজ: শ্রীলঙ্কা জিতেছে ২-১ ব্যবধানে
ম্যান অব দ্য ম্যাচ: কুশল মেন্ডিস
ম্যান অব দ্য সিরিজ: কুশল মেন্ডিস