অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশকে ১.১৬ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক।
শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশের স্বাস্থ্যসেবা উন্নয়ন, পানি ও স্যানিটেশন সেবা বৃদ্ধি এবং আরও সবুজ ও জলবায়ু-সহিষ্ণু উন্নয়নে এই ঋণের অনুমোদন দেওয়া হয়।
এতে বলা হয়, ঋণের ৫০০ মিলিয়ন ডলার সবুজ ও জলবায়ু-সহনশীল উন্নয়ন ঋণের আওতায়।
বাংলাদেশ ও ভুটান বিষয়ক বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেক বলেছেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি এবং সবচেয়ে বড় দূষণ সমস্যার সম্মুখীন। প্রতিটি খাতে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি করা এবং দূষণের মহামারি মোকাবেলা করা এখন একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অগ্রাধিকার হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, ‘এই নতুন অর্থায়ন বাংলাদেশের জনগণের জন্য স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন সেবার মতো প্রয়োজনীয় সুবিধা আনবে এবং পরিষ্কার, জলবায়ু-সহিষ্ণু এবং টেকসই উন্নয়নের ভিত্তি তৈরি করবে।’