বিমান বিধ্বস্তের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিতে বাংলাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

আল জাজিরায় প্রকাশিত মঙ্গলবারের প্রতিবেদন।
আল জাজিরায় প্রকাশিত মঙ্গলবারের প্রতিবেদন।

বাংলাদেশের ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২৬ জন শিক্ষার্থীসহ ৩১ জন নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করতে, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতির সংস্কারের দাবিতে প্রতিবাদ জানাচ্ছে।

বিক্ষোভকারীরা সঠিক মৃত্যুর সংখ্যা প্রকাশ, নিহত ও আহতদের নাম ঘোষণা এবং পুরনো ও ঝুঁকিপূর্ণ জেট বিমান বাতিল করার দাবি জানিয়েছে।

এ সময় পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে যাতে প্রায় ৮০ জন শিক্ষার্থীকে আহত হয়।

সামরিক বাহিনী জানিয়েছে, বিমানটি যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছিল এবং নিহত পাইলট বিমানটিকে জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।

বিস্তারিত আল-জাজিরা

আরও পড়ুন

সর্বশেষ

ads