ভিসা অব্যাহতি ও বিসিএম প্রতিষ্ঠায় বাংলাদেশ- তিমুর-লেস্তের চুক্তি

প্রতীকী
প্রতীকী

ভিসা অব্যাহতি এবং দ্বিপক্ষীয় কনসালটেশন মেকানিজম (বিসিএম) প্রতিষ্ঠায় বাংলাদেশ ও তিমুর-লেস্তের মধ্যে দুটি চুক্তি সই হয়েছে বলে জানিয়েছে বাসস।

রোববার দেশটির রাজধানী ঢাকায় অন্তর্বর্তী প্রধানের কার্যালয়ে ওই চুক্তি সম্পন্ন হয়।

বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তিমুর-লেস্তের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী বেনডিটো দোস সান্তোস ফ্রেইতাস কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তিতে সই করেন।

এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ড. বেনডিটো দোস সান্তোস ফ্রেইতাস দ্বিপক্ষীয় কনসালটেশন মেকানিজম (বিসিএম) প্রতিষ্ঠার বিষয়ে স্মারক সই করেন।

আরও পড়ুন