ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জের ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশটিতে দল না পাঠানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যদিও নিরাপত্তা শঙ্কায় ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি, তবে মুস্তাফিজ ইস্যুকে আমলে নিয়েই যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা পরিষ্কার।
ভারতের মাটি থেকে ভেন্যু সরিয়ে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবিও জানানো হবে বলে জানিয়েছে বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠিও লিখবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
রোববার দুপুরে বিসিবির ১৭ জন পরিচালকের উপস্থিতিতে এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে জানানো হয়, আইসিসিকে পাঠানো চিঠিতে বিসিবি বর্তমান পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলেও জানাবে।
মূলত আইপিএলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাই এই সিদ্ধান্তের মূল কারণ। ভারতীয় বোর্ডের নির্দেশে কেকেআর মুস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হওয়ার পর গতকালই কঠোর বার্তা দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেছিলেন, “যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা ও খেলার নিশ্চয়তা নেই, সেখানে গোটা দল নিরাপদ বোধ করতে পারে না।”
তার নির্দেশনার পরই বিসিবি আইসিসিকে ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার পথে হাঁটে।
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল রাতেও বিসিবি পরিচালকেরা বৈঠকে বসেছিলেন। তখন অবশ্য বিসিবি পরিচালকদের বেশির ভাগই কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের অভিপ্রায়ে সিদ্ধান্ত বদলে পাকিস্তানের পথে হাঁটতে বাধ্য হয় বলে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা। রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানের সব ম্যাচ আগেই শ্রীলঙ্কায় নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশও এখন একই দাবি তুলতে যাচ্ছে।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ‘সি’ গ্রুপে বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা রয়েছে।
এর মাঝেই বিশ্বকাপের স্কোয়াড আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বিসিবি। আইসিসিকে পাঠানো তালিকায় লিটন দাসের নেতৃত্বে দলে আছেন সহ-অধিনায়ক সাইফ হাসান।
তবে বিপিএলে ভালো খেলা ক্রিকেটারদের জন্য এখনো দরজা খোলা রেখেছে বোর্ড। নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল কিংবা আলিস ইসলামরা বিবেচনায় আসতে পারেন।
আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ দর্শানো ছাড়াই দলে পরিবর্তন আনতে পারবে বিসিবি।



