চার ছক্কায় অপরাজিত ফিফটি করলেন জুয়াইরিয়া ফেরদৌস, রানের দেখা পেলেন সুমাইয়া আক্তার। তাদের দৃঢ়তায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে ব্যাটিং নিয়ে দুর্ভাবনা কিছুটা কাটল বাংলাদেশের। শ্রীলঙ্কাকে হারিয়ে প্রস্তুতি পর্বের শেষ ধাপের শুরুটা হলো তাদের।
কুয়ালা লামপুরে সোমবার নিজেদের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ। ১২৫ রানের লক্ষ্য ৯ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে তারা।
প্রস্তুতি ম্যাচে জয়-পরাজয় খুব গুরুত্ব পায় না কখনও। দলগুলোর লক্ষ্য থাকে নিজেদের আরও ঝালিয়ে নেওয়া। শ্রীলঙ্কার বিপক্ষে সেটা ঠিকঠাক করতে পারল বাংলাদেশ।
টস হেরে ফিল্ডিং করতে নেমে দশম ওভারে গিয়ে লঙ্কানদের উদ্বোধনী জুটি ভাঙতে পারে বাংলাদেশ। উইকেট নিতে না পারলেও ওপেনারদের দ্রুত রান তুলতে দেয়নি তারা।
শুরুর জুটিতে ৫৮ বলে ৪২ রান করে শ্রীলঙ্কা। দাহামি সেনেথমা ২৮ বলে করেন ২০ রান আরেক ওপেনার সানজানা কাভিন্দি ১৯ রান করতে খেলেন ৩২ বল।
হাতে যথেষ্ট উইকেট থাকায় পরে আক্রমণাত্মক ব্যাটিং করে শ্রীলঙ্কা, তাতে বাড়ে রানের গতি। চারে নেমে ২১ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেন হিরুনি কুমারি। আগ্রাসী চতুর্থ উইকেটে ২০ বলে ৪০ রান যোগ করেন মানুদি নানায়াক্কারা ও রাশমিকা সেওয়ান্দি।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন জান্নাতুল মাওয়া ও ফারজানা ইয়াসমিন।
রান তাড়ায় শুরুতেই মোসাম্মত ঈভার উইকেট হারায় বাংলাদেশ। দুই অঙ্ক ছুঁয়েই ফেরেন আরেক ওপেনার ফাহমিদা ছোঁয়া।
তৃতীয় উইকেটে জুয়াইরিয়া ও সুমাইয়ার ৪২ বল স্থায়ী ৪৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। চারটি চার ও একটি ছক্কায় ৩১ বলে ৩৪ রান করে সুমাইয়ার বিদায়ে ভাঙে জুটি।
দলের জয়কে সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন জুয়াইরিয়া। ৪২ বলে চার ছক্কা ও দুই চারে তিনি অপরাজিত থাকেন ৫৫ রানে।
একই মাঠে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী শনিবার নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ২২ জানুয়ারি স্কটল্যান্ডের মুখোমুখি হবে তারা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১২৪/৩ (কাভিন্দি ১৯, সেনেথমা ২০, নানায়াক্কারা ২১*, হিরুনি ২৯, রাশমিকা ২২*; নিশিতা ৩-০-১০-০, ফাহমিদা ৩-০-১০-০, হাবিবা ৪-০-৩৩-০, আনিসা ৪-০-২০-০, জান্নাতুল ৪-০-৩০-১, ফারজানা ২-০-২০-১)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৮.৩ ওভারে ১২৫/৬ (ফাহমিদা ১০, ঈভা ০, সুমাইয়া ৩৪, জুয়াইরিয়া ৫৫*, সাদিয়া ইসলাম ৩, জান্নাতুল ৯, সাদিয়া আক্তার ০, আফিয়া ১০*; রাশমিকা ৩.৩-০-২৫-১, হিরুনি ২-০-১২-০, প্রাবোদা ২-০-১০-০, থালাগুনে ১-০-১২-১, থিলাকারাত্নে ৪-০-২৫-০, গিমহানি ৪-০-৩১-২, নানায়াক্কারা ২-০-১০-১)