নিউ ইয়র্ক পুলিশে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। খন্দকার আব্দুল্লাহ প্রথম বাংলাদেশি যিনি নিউ ইয়র্ক পুলিশে উচ্চপদে আসীন হওয়ার গৌরব অর্জন করলেন।
৩১ জানুয়ারি এনওয়াইপিডি’র সদর দপ্তর ওয়ান পুলিশ প্লাজায় জমকালো এক অনুষ্ঠানে পদোন্নতি প্রাপ্তদের হাতে সনদ তুলে দেন পুলিশ কমিশনার।
এই পদোন্নতির আগে খন্দকার আব্দুল্লাহ ছিলেন একমাত্র বাংলাদেশি ডেপুটি ইন্সপেক্টর।
খন্দকার আব্দুল্লাহ নিউ ইয়র্ক সিটির ৮১তম প্রিসিংক্টে কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৯৯৩ সালে আমেরিকা পাড়ি দেন খন্দকার আব্দুল্লাহ। জন জে ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী আব্দুল্লাহ তার কাজের জন্য ইতোমধ্যে কয়েকবার প্রশংসাসূচক পুলিশ পদকে ভূষিত হয়েছেন।
![](https://thesun24.com/wp-content/uploads/2025/02/new-york-police-bangladeshi.jpg)
সিলেটের বালাগঞ্জ থানার তালতলা গ্রামে তার পৈত্রিক নিবাস। কথা বলেন সাবলিল বাংলায়। বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে নিউ ইয়র্কের লং আইল্যান্ডে বসবাস করছেন।
খন্দকার আব্দুল্লাহ ২০০৫ সালের গ্রীষ্মে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে যোগ দেন। প্রথমে শিক্ষানবিস হিসেবে যোগ দিলেও পরে স্থায়ী হন তিনি। ২০০৭ সালে পুলিশ অফিসার হিসেবে শপথ নেন আব্দুল্লাহ।
পদোন্নতি অনুষ্ঠানে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) বর্তমান ও সাবেক কর্মকর্তা ছাড়াও কমিউনিটির অনেকেই উপস্থিত ছিলেন ।
বাপার প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম (প্রিন্স) এবং সেক্রেটারি ডিটেকটিভ রশিকুল মালিক পদোন্নতি প্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন।