ইতালিতে মানব পাচারের অভিযোগে বাংলাদেশিকে গ্রেপ্তার

আটক করে এক অপরাধীকে নিয়ে যাচ্ছে ইতালি পুলিশ। ছবি: ফাইল ফটো
আটক করে এক অপরাধীকে নিয়ে যাচ্ছে ইতালি পুলিশ। ছবি: ফাইল ফটো

মানব পাচারে জড়িত সন্দেহে ইতালি পুলিশ এক বাংলাদেশিকে আটক করেছে, যার বিরুদ্ধে প্রায় পাঁচ মাস ধরে অনুসন্ধান চলছিলো।  

এক অভিবাসীর অভিযোগের ভিত্তিতে সিসিলি থেকে ২৫ বছর বয়সী আতিকুল এ. নামে ওই বাংলাদেশিকে আটক করা হয় বলে বার্তা সংস্থা এএনএসএ জানিয়েছে।

তার বিরুদ্ধে অপরাধ সংঘটনে সহযোগিতার অভিযোগের পাশাপাশি ইতালিতে অবৈধ অভিবাসন, লিবিয়ায় বল প্রয়োগ করে কাজ করানো, নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের অভিযোগ আনা হয়েছে।

সুর্নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত জুলাই থেকে আতিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে ইতালি পুলিশ।

বাংলাদেশেরই আরেক নাগরিক যিনি সাগরপথে লিবিয়া হয়ে ইতালিতে প্রবেশ করেন, তার অভিযোগ ছিলো আতিকুল মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত।

ওই ব্যক্তি পুলিশকে জানায়, লিবিয়ায় বেশ কয়েক মাস তার উপর অমানবিক নির্যাতন করা হয়েছে। তাকে চাপ দিয়ে বাংলাদেশ থেকে অর্থ আদায় করেছে আতিকুল ও তার চক্রের লোকজন।

ইতালি পৌঁছার পর আতিকুল ফের তাকে অর্থের জন্য চাপচাপি করতে থাকে। এরইমধ্যে একবার পোজালো হটস্পটে আতিকুল তার সঙ্গে দেখাও করে।

পরে নির্যাতনের শিকার ওই ব্যক্তির ব্যাংক হিসাব এবং সন্দেহভাজন আতিকুলের মোবাইল ফোন পর্যালোচনা করে পুলিশ অপরাধমূলক চক্রের অস্তিত্বের প্রমাণ পায়, যাদের লিবিয়া ও ইতালিতে সক্রিয় ঘাঁটি রয়েছে।

পুলিশ জানিয়েছে, তারা আতিকুলের বিরুদ্ধে ওই ব্যক্তিকে অপহরণ ও নির্যাতনের প্রমাণ পেয়েছে। অমানবিক সহিংসতার দৃশ্য মোবাইলে ধারণ করে ভিডিও কলের মাধ্যমে স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায় করতো আতিকুল।

আরও পড়ুন

সর্বশেষ

ads