জাতীয় নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সৃষ্ট নৈরাজ্যের মধ্যে দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে বাংলাদেশিদের প্রায় তিন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার নির্বাচনের ফল নতুন করে ঘোষণা করা হলে পুরো মোজাম্বিকে আন্দোলন ছড়িয়ে পড়ে। শুরু হয় লুটপাট, ভাঙচুর, জ্বালাও পোড়াও।
দ্য সান ২৪ এর সংবাদদাতা জানিয়েছেন, আনুমানিক তিন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সবচেয়ে বেশি লুটপাট ও ভাঙচুর হয়েছে দেশটির রাজধানী মাপুতো, বোয়ানি ও সিমুই শহরে।
এ সময় বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন, লুটপাট হয়েছে দোকানপাট।
সোমবার রাতে এবং মঙ্গলবার সারাদিনে তীব্র বিক্ষোভ ও সহিংসতায় দেশটির রাজধানী মাপুতো সিটি, সিমুই সিটি, বেইরা সিটি, নামপুলা সিটি, মুনফোলা, নাখালাসহ প্রায় সব সিটি শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে।
সবচেয়ে বেশি লুটপাট ও ভাঙচুর হয়েছে মাপুতো শহরে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ কমিউনিটির মধ্যে ও বিরাজ করছে আতঙ্ক। মোজাম্বিকে বাংলাদেশ দূতাবাস না থাকায় দেশটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ হাইকমিশন শাহ আহমেদ শফী।