মোজাম্বিকে বসবাসরত ৫ হাজার বাংলাদেশি আর্থিক ও মানবিক সংকটে পড়েছে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
দেশটিতে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় গেল বছরের ২৪ অক্টোবর হাজারো ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালায় বিক্ষোভকারীরা।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলমও এ বিষয়ে কথা বলেন সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে।
তিনি বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর বেশ কয়েকটি শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। এতে অন্তত ৫ হাজার প্রবাসী বাংলাদেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
বিক্ষোভকারীরা অন্তত পাঁচশ’ বাংলাদেশি দোকানে লুটপাট চালিয়েছে বলেও জানান রফিকুল আলম।
“মাপুটো, নাম্পুলা এবং জাম্বেজিয়া প্রভিন্সে বসবাসরত বাংলাদেশিরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।”
দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা মূলত বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে জড়িত। বেশিরভাগই মুদি দোকান পরিচালনা করলেও কৃষি কাজেও নিয়োজিত আছেন অনেকে।
এদিকে, তিউনিস থেকে ৩৫০ কিলোমিটার দূরের সমুদ্র উপকূলবর্তী শহর মাহদিয়া নামক অঞ্চলে গত ১ জানুয়ারির নৌ দুর্ঘটনায় ১৬ জনকে উদ্ধার করার কথা জানিয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল জানান, তাদের মধ্যে ১৪ জন বাংলাদেশি এবং ২ জন সুদানিজ।
শ্রম মন্ত্রণালয়র একটি প্রতিনিধি দল ইতোমধ্যে তিউনিশিয়া সফর করেছে বলেও জানান তিনি।
এর আগে ৩১ ডিসেম্বর নৌ দুর্ঘটনায় ৩৬ বাংলাদেশিকে উদ্ধারের তথ্য দিয়ে রফিকুল আলম জানান, ওই ঘটনায় নিহত ব্যক্তি বাংলাদেশি ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।