যুক্তরাষ্ট্রে মোদীর গেস্ট হাউসের সামনে স্লোগান ‘কিলার ইউনূস স্টেপ ডাউন’!

মোদীর হোটেলের সামনে গিয়ে ইউনূসবিরোধী স্লোগান দেয় একদল বিক্ষোভকারী। ছবি : পিটিআই
মোদীর হোটেলের সামনে গিয়ে ইউনূসবিরোধী স্লোগান দেয় একদল বিক্ষোভকারী। ছবি : পিটিআই

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি সফরে এখন রয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে ব্লেয়ার হাউসে (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের গেস্ট হাউস) অবস্থান করছেন তিনি। সেই ব্লেয়ার হাউসের সামনে গিয়ে একদল বিক্ষোভকারীকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর ড. ইউনূসের নেতৃত্ব গঠিত এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার ‘আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের’ ব্যানারে একদল বাংলাদেশি নরেন্দ্র মোদী গেস্ট হাউসের সামনে গিয়ে বিক্ষোভ দেখান। এ সময় তারা ‘কিলার ইউনূস, কিলার ইউনূস! স্টেপ ডাউন, স্টেপ ডাউন!’ বলে স্লোগান দেন।

এক বিক্ষোভকারীর বক্তব্যও ছেপেছে হিন্দুস্তান টাইমস। ওই বিক্ষোভকারী বলেন, “মুহাম্মদ ইউনূস একজন বেআইনি লোক। যিনি জঙ্গিদের মদতে ক্ষমতা কুক্ষিগত করেছেন। আমাদের সংবিধান অনুযায়ী, শেখ হাসিনাই এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন।’

এদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হয়। ওই বৈঠকে দুই দেশের বাণিজ্য, শুল্ক ও অভিবাসন সম্পর্কিত বিষয়ের পাশাপাশি বাংলাদেশ প্রসঙ্গও আসে।

পরে দুই নেতা গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, যার মধ্যে রাশিয়া, ইউক্রেনের পাশাপাশি বাংলাদেশে সংকট এবং তাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের প্রসঙ্গে জানতে চান সাংবাদিকরা।

বাংলাদেশ প্রসঙ্গে জবাব দিতে গিয়ে ট্রাম্প বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্র জড়িত নয়; বিষয়টি আমি প্রধানমন্ত্রী মোদীর কাছে ছেড়ে দিচ্ছে, বরং তিনি সমাধান দেবেন।

আরও পড়ুন

সর্বশেষ

ads