এবার হেনার খোঁজে নাঈমের কাছে বাপ্পারাজ

১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমায় সংলাপটি ছিল১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমায় সংলাপটি ছিল।
১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমায় সংলাপটি ছিল১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমায় সংলাপটি ছিল।

আবারও হেনাকে খুঁজছেন বাপ্পারাজ। এমনই দৃশ্য পুনঃনির্মাণ করলেন স্বয়ং বাপ্পারাজ। হেনা চরিত্রের শাবনাজ থাকলেও চাচা চরিত্রে অভিনয় করেছেন শাবনাজের স্বামী নাঈম।

তারকা দম্পতি নাঈম শাবনাজের ফেসবুক পেজে ‘অবশেষে হেনার খোঁজ মিলল’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছেন ।

ভিডিওতে দেখা গেছে, একটি ছাদখোলা গাড়িতে চেপে এসে বাপ্পারাজ নাঈমকে জিজ্ঞাসা করেছেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’ তখন নাঈম বাপ্পারাজকে বলেন, ‘বাপ্পা তুই অনেক দেরি করে ফেলেছিস। আমার সঙ্গে হেনার অনেক আগেই বিয়ে হয়ে গেছে।’

‘না’ বলে চিৎকার দিয়ে নাঈমকে জড়িয়ে ধরে বাপ্পারাজ বলেন, ‘আমি বিশ্বাস করি না।’

এরপর ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি পরিবেশন করেন কয়েকজন। সে সময় সামনে দিয়ে হেনা অর্থাৎ শাবনাজকে হেঁটে যেতে দেখা যায়।

১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমায় ব্যবহৃত একটি দৃশ্যের সংলাপ ‘চাচা, হেনা কোথায়?’ সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সিনেমার সংলাপে পর্দায় ছিলেন আনোয়ার হোসেন ও বাপ্পারাজ। আর ছবিতে হেনা চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা শাবনাজ। গত কয়েক দিন ধরে ফেসবুকে সয়লাব এ সংলাপটি, যা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

সিনেমার মূল দৃশ্যেও এমন ঘটনা দেখা যায়। কিডনি বিক্রি শেষে ফিরে এসে প্রেমিকা হেনার বাড়ি সাজানো দেখে হেনার বাবাকে জিজ্ঞেস করেন, ‘চাচা, বাড়িঘর এতো সাজানো কেনো? হেনা কোথায়?’

জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’

বকুল তখন আবেগাপ্লুত হয়ে বলেন, ‘না, হেনার বিয়ে হতে পারে না, আমি বিশ্বাস করি না।’

এরপর বিখ্যাত গান ‘প্রেমের সমাধি ভেঙে..’ বাজতে থাকে।

মজার ছলে ঠিক তেমন দৃশ্যই নির্মাণ করেছেন বাপ্পারাজ, শাবনাজ ও নাঈম। তবে এবার চাচার কাছে নয় স্বয়ং হেনার স্বামীর কাছে।

আরও পড়ুন

সর্বশেষ

ads