জবি শিক্ষার্থীদের লংমার্চে লাঠিপেটা-টিয়ারশেল নিক্ষেপ, অর্ধ শতাধিক আহত 

জবি শিক্ষার্থীদের লংমার্চে পুলিশের বাধা। ছবি: সমকাল
জবি শিক্ষার্থীদের লংমার্চে পুলিশের বাধা। ছবি: সমকাল

আবাসন ভাতা, বাজেট অনুমোদনসহ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে লংমার্চ শুরু করেছিল, লাঠিচার্জ, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তা পণ্ড করে দিয়েছে পুলিশ।

বুধবার বেলা একটার দিকে কাকরাইল মসজিদের সামনে লংমার্চটি বাধার মুখে পড়েছে। সড়কে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান পুলিশের কর্মকর্তারা।

কিন্তু শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়।

একপর্যায়ে পুলিশের সদস্যরা লাঠিপেটা শুরু করেন। এসময় শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।

পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।

ছবি: বিডিনিউজ

লাঠিপেটা করে সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছুড়ে এবং জলকামান থেকে পানি ছিটিয়ে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার পর আন্দোলনকারীরা কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়েছেন।

এ সময় আহত অন্তত ২৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে মেডিকেল ফাঁড়ি পুলিশ জানিয়েছে। অবশ্য আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেলে।

আরও পড়ুন

সর্বশেষ

ads