খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য মঞ্চের পাশে গেলেন তামিম ইকবাল। ফরচুন বরিশাল অধিনায়ক ছিলেন ম্যাচ সেরাও। অনেকক্ষণ অপেক্ষার পরও শুরু হলো না অনুষ্ঠান। বিরক্ত হয়ে পুরস্কার না নিয়েই চলে গেলেন অভিজ্ঞ ক্রিকেটার! পরে জানা গেল বিসিবি ফারুক আহমেদের জন্যই দেরি হয়েছিল।
লম্বা সময় অপেক্ষার পর যখন পুরস্কার বিতরণী মঞ্চে সবাই এলেন, তখন সঞ্চালক ম্যান অব দা ম্যাচ হিসেবে ঘোষণা করলেন তামিমের নাম। এরপরই বল হলো, “তামিম এখানে নেই, তার বদলে আছেন নাজমুল হোসেন শান্ত।”
বরিশালের জয়ের নায়কের সেখানে না থাকা নিয়ে গুঞ্জনই শুরু হয়।
বরিশাল দল থেকে জানানো হয়, পুরস্কার বিতরণী মঞ্চের পাশে অপেক্ষায় ছিলেন তামিম। কিন্তু বিসিবি সভাপতি ফারুক আহমেদ সময়মতো না আসায় অনুষ্ঠানিকতা শুরু হতে দেরি হচ্ছিল। ২০ মিনিট অপেক্ষার পর বিরক্ত হয়ে চলে যান তামিম।
একটু পর সংবাদ সম্মেলনে আসেন বরিশাল অধিনায়ক। সেখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আসার সম্ভাবনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।
“আমি চেষ্টা করব যতদিন… (ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা যায়)। এখন তো অবসর নিয়েছি। তাই লেজেন্ডস লিগেও খেলার জন্য কোয়ালিফাই করব (হাসি)। ওসব খেলব। যদি (ঢাকা) প্রিমিয়ার লিগ সময়মতো হয়, ওটা খেলব।”
“যদি ফিট থাকি, বিপিএলটা যতটুকু পারি খেলতে থাকব। আমার মনোযোগ শুধু খেলা নিয়ে। কয়েকটা টুর্নামেন্ট আছে। সেটা নিয়েই।”
আগামী মার্চে হওয়ার কথা ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের পরবর্তী আসর। গত মৌসুমে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলা তামিম এবার ফিরেছেন নিজের পুরোনো দল মোহামেডান স্পোর্টিং ক্লাবে।